
ফ্রি ঘোষণাও কাজে আসেনি, চট্টগ্রামে দশর্কশূন্য গ্যালারি
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৫:০৭
ক্রিকেট থেকে যেন ভক্তরা মুখ ফিরিয়ে নিয়েছেন। নানান আয়োজন করেও গ্যালারিতে দর্শকদের টানতে পারছে না বিসিবি। শুধু দর্শকই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে রাজি হয়নি কোনো প্রতিষ্ঠান। ফলে বাধ্য হয়ে বিটিভির কাছে ধরনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শান্তদের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহের অভাব দেখা গিয়েছিল সিলেটে। সিরিজের প্রথম টেস্টে চার দিন খেলা হলেও চোখে পড়ার মতো দর্শক দেখা যায়নি। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে চট্টগ্রাম টেস্টেও। ম্যাচ শুরুর আগের দিনে বিক্রি হয়েছে মোটে ৮টি টিকিট। ম্যাচের প্রথম দিনে ৪০-৫০টি টিকিট বিক্রি করতে পেরেছে বিসিবি।
দর্শক খরা কাটাতে গতকাল নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে বিনামূল্যে শিক্ষার্থীদের খেলা দেখার ঘোষনা দিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ড থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখতে পারবেন।’
তবে সেখানেও শর্তের বিড়ম্বনা দিয়েছে বিসিবি। শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে বিনামূল্যে খেলা দেখতে হলে। সঙ্গে স্কুলের বৈধ আইডি কার্ড রাখতে হবে। তবুও এই শর্ত মেনেও খেলা দেখতে আসছেন না কেউ। দিনের দুই সেশন পার হলেও গ্যালারি খালিই পড়ে থাকতে দেখা গেছে। এমনকি শিক্ষার্থীরাও আগ্রহ দেখাচ্ছেন না এই ম্যাচে।
গ্যালারির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু দর্শক থাকলেও তাদের সংখ্যা হাতে গোনার মতো। সবমিলিয়ে বিনামূল্যে খেলার দেখার সুযোগ দিলেও দর্শক টানতে পারছে না বিসিবি।
এদিকে দর্শকেরা মুখ ফেরালেও জিম্বাবুয়ের বিপক্ষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দিনের প্রথম বলেই জিম্বাবুয়েকে অলআউট করে দেয় টাইগাররা। এরপর দুই সেশন ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ২০৫ রান করে বাংলাদেশ। ২২ রান পিছিয়ে থেকে দিনের তৃতীয় সেশন শুরু করবে মুশফিক-শান্তরা।
এমআই