Advertisement
Us Bangla Airlines
কবে অবসরে যাবেন রোহিত, জানালেন নিজেই

কবে অবসরে যাবেন রোহিত, জানালেন নিজেই

খেলা ডেস্ক

১২ মে ২০২৫, ২০:১৮

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া খুঁজছিলেন বিরাট কোহলি। তবে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। ভারতের জার্সিতে আরেকটি শিরোপা জিতেই সেদিন টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। একইদিনে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা।

কুড়ি ওভার থেকে বিদায় নেওয়ার পর গত সপ্তাহে টেস্ট থেকে বিদায় নিয়েছেন রোহিত। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে সাদা পোশাকের ক্রিকেট থেকে আজ অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। টেস্ট, টি-টোয়েন্টি থেকে একত্রে সরে দাঁড়ানো ভারতের এই দুই কিংবদন্তি ক্রিকেটার এখন থেকে কেবল ওয়ানডে ক্রিকেট খেলবেন।

৫০ ওভারের ক্রিকেট আর কত দিন খেলতে চান রোহিত শর্মা, সেটা নিয়েও রয়েছে কৌতূহল। জানা গেছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান রোহিত শর্মা। তবে রোহিতের ফিটনেস, ফর্ম এবং বোর্ডের পরিকল্পনার ওপর নির্ভর করছে সবকিছু। বাস্তবতা মেনে নিয়ে রোহিত জানিয়েছেন, দলে অবদান রাখতে পারলে খেলা চালিয়ে যেতে চান তিনি।

ভারতীয় সাংবাদিক বিমল কুমারের সঙ্গে আলোচনায় রোহিত বলেন,‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলবো। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’

ভারতীয়দের ভুয়া খবর না ছড়ানোর পরামর্শ রোহিতের

রোহিত আরও বলেন, ‘আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব।’

ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে রোহিত বলেন, ‘যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।’ 

এমআই