Advertisement
Us Bangla Airlines
এনসিএলে ফিরেই তামিমের ফিফটির অর্ধশতক

এনসিএলে ফিরেই তামিমের ফিফটির অর্ধশতক

খেলা ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪, ১৬:২২

তামিমের ফিফটির অর্ধশতক- শব্দ যুগল কিছুটা জটিল হলেও বিষয়টি সহজ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ৫০টি ফিফটি করেছেন তামিম ইকবাল খান। এনসিএলের বিশ ওভারের টুর্নামেন্টে ফিরেই নিজের ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচে এ মাইলফলক অর্জন করেন তিনি। ফিফটির অর্ধশতক ছাড়াও তামিমের অর্জনের ঝুলিতে রয়েছে চারটি সেঞ্চুরি।

সিলেটে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়ে দীর্ঘ সাত মাস পর মাঠে নামেন তামিম ইকবাল। গতকাল বুধবার প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে একটি ছক্কা ও চারে ১০ বলে ১৩ রান করে বোল্ড হয়ে যান তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন চট্টগ্রামের এ ওপেনার।

বৃহস্পতিবার সকালে এনসিএলে চট্টগ্রাম বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন তামিম ইকবাল। তার ইনিংসে চার ছিল ৮টি, ছক্কা ৩টি। তামিমের ঝড়ো ফিফটিতে ম্যাচ শেষে ১২ রানের জয় পায় চট্টগ্রাম বিভাগ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন তামিম ইকবাল। তবে বিপিএলসহ কুড়ি ওভারের বিভিন্ন বিদেশি লিগ এখনো খেলছেন তিনি। সবশেষ বিপিএলে নিজের অধিনায়কত্বে বরিশালকে প্রথম শিরোপা জেতানো এ ওপেনার এবারও খেলবেন বরিশালের হয়ে। 

এদিকে নানান বিতর্কে ২০২৩ বিশ্বকাপে খেলতে যাননি তামিম ইকবাল। তারপর থেকে দীর্ঘদিন জাতীয় দলের আশেপাশে নেই এ বাঁহাতি। তবে সরকার পালাবদলের পর তামিমের জাতীয় ফেরার গুঞ্জন উঠেছে। এবার এনসিএলের দারুণ ব্যাটিং যেন গুঞ্জনকে আরও জোরালো করেছে।

এমআই