Advertisement
Us Bangla Airlines
আমিরাতের বিপক্ষে হারের দায় কাকে দিলেন লিটন

আমিরাতের বিপক্ষে হারের দায় কাকে দিলেন লিটন

খেলা ডেস্ক

২০ মে ২০২৫, ১২:৫৫

স্লগ ওভারে ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল। তবুও স্কোরবোর্ডে যুক্ত হয়েছিল ২০৫ রানের বড় সংগ্রহ। টি-টোয়েন্টিতে দুই শতাধিক রান করেছে, এমন ম্যাচ কখনোই হারেনি টাইগাররা। আরব আমিরাতের বিপক্ষে সেই রেকর্ডটা আর ধরে রাখতে পারেনি লিটনের দল। স্বাগতিকদের বিপক্ষে ২ উইকেটে হেরেছে তারা।

বাংলাদেশের এমন ব্যর্থতার কারণ অবশ্য পরিষ্কার। বোলারদের হতশ্রী বোলিং, ফিল্ডারদের পাল্লা দিয়ে ক্যাচ ড্রপ করাই বাংলাদেশকে মূলত ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ম্যাচ শেষে বোলার, ফিল্ডারদের ঘাটতিকে লুকালেন না অধিনায়ক লিটন কুমার দাস। অকপটে একই কারণ ব্যাখ্যা করেছেন। পাশাপাশি হারের আরেকটি কারণ জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে লিটন দাস বলছিলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’ 

লিটন আরও বলেন, ‘এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’ 

নাহিদ রানার বোলিং খুশি নন লিটন, ‘অবশ্যই (নাহিদের বোলিংয়ে প্রতিশ্রুতি ছিল)। তবে (নাহিদ) রানা এর আগে যা করেছে, তার কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা বসে আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব।’ 

বাংলাদেশ এবং আমিরাতের সিরিজের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই ম্যাচের। তবে দুই দেশের বোর্ডের আলাপ সাপেক্ষে তাতে যুক্ত হয়েছে আরও এক ম্যাচ। সিরিজ নির্ধারণী সেই ম্যাচ আগামীকাল ২১ মে। 

এমআই