Advertisement
Us Bangla Airlines
দলে না খেলেও মিরাজের অর্জনে ২ বিদেশি শিরোপা

দলে না খেলেও মিরাজের অর্জনে ২ বিদেশি শিরোপা

খেলা ডেস্ক

২৬ মে ২০২৫, ১৫:৪৪

বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত নাম লেখান বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কিন্তু কখনোই ড্রাফট থেকে দল পাননি এই ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুইবার ডাক পেয়েছেন মিরাজ। উভয় সময়ে অন্য ক্রিকেটারের বদলি হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

২০১৭ সালে প্রথমবার বিদেশি টুর্নামেন্টে ডাক পেয়েছিলেন মেহেদি মিরাজ। অস্ট্রেলিয়ান ব্র্যাড হজের পরিবর্তে ১৯ বছরের মিরাজকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তারকায় ঠাসা সেই দলে শেষ পর্যন্ত সেরা একাদশে সুযোগ হয়নি মিরাজের। ডাগ আউটে বসে পুরো টুর্নামেন্ট কাটিয়েছেন টাইগার অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে এমন ফাইনাল ম্যাচ আগে দেখা যায়নি

মিরাজ একাদশে সুযোগ না পেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেবার শিরোপা জিতেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স।

দীর্ঘ আট বছর পর পুনরায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছিলেন মিরাজ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সিকান্দার রাজার বদলি হিসেবে সম্প্রতি মিরাজকে নিয়ে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। মিরাজকে দলে নেওয়ার পর তিনটি ম্যাচ খেলেছে লাহোর। কিন্তু কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি তিনি।

মিরাজের একাদশে সুযোগ না মিললেও গতকাল পিএসএলে শিরোপা জিতেছিল তার দল লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএলের শিরোপা জিতল তারা। ম্যাচজয়ী ইনিংস খেলেন কুশল পেরেরা ও সিকান্দার রাজা।

ম্যাচ শেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন মেহেদি মিরাজ। তিনি বলেন, ‘আমরা আজকের ম্যাচ নিয়ে অনেক রোমাঞ্চিত ছিলাম। ফাইনাল ম্যাচ সবাই অনেক উপভোগ করেছে। ম্যাচটিও অনেক দুর্দান্ত হয়েছে। আমরাও অনেক খুশি এবং মাঠে আমরাও অনেক উপভোগ করেছি।’

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি নিয়ে মিরাজ বলেন, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ভালো মুহূর্ত— আমরা চ্যাম্পিয়ন, আমরা ভাগ্যবান।’

এমআই