Advertisement
Us Bangla Airlines
পদত্যাগ করবেন না জানিয়ে যা বললেন ফারুক আহমেদ

পদত্যাগ করবেন না জানিয়ে যা বললেন ফারুক আহমেদ

খেলা ডেস্ক

২৯ মে ২০২৫, ১৭:১৩

বাংলাদেশ ক্রিকেটের ভরাডুবির মাঝে ক্রীড়াঙ্গনে চলছে ভিন্ন আবহ। ক্রিকেট বোর্ডে ক্ষমতা ধরে রাখা নিয়ে বিসিবি সভাপতি ও সরকারের মধ্যে চলছে নানান চাল। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য না পেলেও ক্রিকেটাঙ্গনে চলছে নানান গুঞ্জন। গতকাল রাত থেকেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে আলোচনা।

শোনা যাচ্ছিল, বিসিবির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। এজন্য আলাদা বিকল্পও চিন্তা করে রেখেছিল সরকার। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল সাময়িক দায়িত্ব নিতে পারেন। এ ব্যাপারে আমিনুলের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গেছে।

গুঞ্জনের এমন আবহের মাঝে উল্টো রথের গল্প শোনালেন বিসিবি সভাপতি ফারুক আহমে। আপাতত বিসিবি থেকে পদত্যাগ করছেন না বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক।

পদত্যাগের বিষয়ে ফারুক বলেন, ‘আমার আনুষ্ঠানিক বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে চিন্তা করছি। কালকে তো কথা হলো, আমি এখনো চিন্তা করছি কিছু সময় প্রয়োজন। আমি পদত্যাগের কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ঠিক কী কারণে পদত্যাগ করব। আমাকে পদত্যাগের কথা বলা হয়নি।’

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। যদিও এরই মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনিয়ম-দুর্নীতিসহ নানান অভিযোগের শিরোনাম হয়েছেন ফারুক।

বিসিবিতে দায়িত্ব নিয়ে বিতর্কের মুখে পড়া ফারুককে নিয়ে বেশ সরব ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল (বুধবার) রাতে ফারুককে ডেকে নিয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পদত্যাগের কথা সরাসরি না বললেও ফারুকের বদলি চান বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

এমআই