Advertisement
Us Bangla Airlines
বিকেলে বিসিবির জরুরি সভা, বুলবুলই নতুন সভাপতি?

বিকেলে বিসিবির জরুরি সভা, বুলবুলই নতুন সভাপতি?

খেলা ডেস্ক

৩০ মে ২০২৫, ১৫:০৪

বিসিবির আনুষ্ঠানিক সভা হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু সভাপতি রদবদলের গুঞ্জনে গতকাল সন্ধ্যায় তা স্থগিত করা হয়। এরপরই ফারুক আহমেদের নামে আট পরিচালক তাদের অনাস্থার দাবি জানান। মাঝ রাতের দিকে ফারুক আহমেদের কাউন্সিরলশিপ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিসি)।

ফারুককে সরিয়ে দেওয়ার পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। ইতোমধ্যে যার অনুমোদন দিয়েছে বিসিবি। ফারুককে প্রত্যাহার এবং বুলবুলকে পরিচালক পদে আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে আজ (শুক্রবার) পর্ষদ সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ সভায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হতে পারে। বিসিবির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীকেটাঙ্গন ছিল টালমাটাল। যা নিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলে এর পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে। 

এদিকে, ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ। যেখানে উপস্থিত ছিলেন ফারুকের প্রতি অনাস্থা না জানানো আকরাম খান। সেই সভায় আমিনুল ইসলামের কাউন্সিলর মনোনয়ন অনুমোদন করেছে বিসিবির বর্তমান পর্ষদ।

এমআই