
বাংলাদেশকে কাঁপিয়ে সুখবর পেলেন চার কিউই ক্রিকেটার
খেলা ডেস্ক
০৩ জুন ২০২৫, ১২:১৭
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে পাত্তা পায়নি বাংলাদেশ দল। সিলেটে চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে ধরাশায়ী হয়েছিল নুরুল হাসান সোহানের দল। এরপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াই করে সিরিজটি জিতে নেয় কিউইরা।
চারদিনের টেস্ট সিরিজ জিতে দেশে ফেরা চার ক্রিকেটার এবার ক্রিকেট বোর্ড থেকে পেয়েছেন সুখবর। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার জায়গা করে নিয়েছেন মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, জ্যাকারি ফোকস ও মিচেল হে। চার ক্রিকেটারই ‘এ’ দলের হয়ে বাংলাদেশে সফর করে গেছেন।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলা এ চার ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটেও একাধিক ম্যাচ খেলেছেন। ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত অলরাউন্ডার আব্বাস। বাংলাদেশ সফরে আহামরি কিছু না করলেও চুক্তিতে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।
পাকিস্তানের বিপক্ষে গেল মার্চে দুর্দান্ত খেলেছিলেন মিচেল হে। ৭ ছক্কায় ৭৮ বলে ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিলেটে আনঅফিসিয়াল টেস্টে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাতেই জায়গা মিলেছে কেন্দ্রীয় চুক্তিতে।
সিলেটে বাংলাদেশি ব্যাটারদের কাঁদিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত লেগস্পিনার আদিত্য আশোক। সিলেট টেস্টে একাই ৬ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। সেই ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার নায়ক আদিত্য আশোক। এবার তাকেও চুক্তিতে রেখেছে কিউই ক্রিকেট বোর্ড।
প্রথমবার চুক্তিতে আসা আরেকজন ২২ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকারি ফোকস। জাতীয় দলে খেলেছেন ১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ‘এ’দলের বাংলাদেশ সফরে ওয়ানডেতে ১৪ রান ও ২ উইকেট এবং চারদিনের ক্রিকেটে ৩৯ রানের পাশাপাশি তিনটি উইকেট তুলেছেন তিনি।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ‘এ’ দলকে লড়াইয়ের স্বাদ দেওয়া এই চার ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। পাশাপাশি চুক্তি থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সোধি, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবং ‘এ’ দলে খেলা অলরাউন্ডার জশ ক্লার্কসন।
নিউজিল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার
মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ন্যাখান স্মিথ, উইল ইয়াং।
এমআই