Advertisement
Us Bangla Airlines
এক ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে হারালো অশোক

এক ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে হারালো অশোক

খেলা ডেস্ক

১৭ মে ২০২৫, ১৭:৫০

লক্ষ্যটা মাত্র ২৪৬। পিচের কন্ডিশন অনুযায়ী ম্যাচ জয় অসম্ভব ছিল না। এমনকি ড্র করার সুযোগ ছিল সোহানদের সামনে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ ৭০ রানের ব্যবধানে হেরে বসেছে বাংলাদেশ ‘এ’ দল। টাইগারদের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়েছেন কিউই লেগস্পিনার আদিত্য আশোক।

ম্যাচের ৬৩তম ওভারে তিন উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। হাসান মুরাদ, এনামুল হক এবং এবাদত হোসেনকে তুলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের পক্ষে বাগিয়ে নেন তিনি। এরপর বাংলাদেশ আর দুই ওভার টিকলেও তৃতীয় ওভারে স্লিপে ক্যাচ দিয়ে খালেদ। তাতেই চারদিনের সিরিজের প্রথম ম্যাচে হারের মুখ দেখে বাংলাদেশ।

সিলেটে চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলতে গত বুধবার মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। সেখানে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান। তবে মাঠে নামার আগেই বাগড়া দেয় বৃষ্টি। তবে আকাশের চোখ রাঙানির পর শুরু হয় ম্যাচ।

ভালো শুরু পাওয়ার পরেও প্রথম দিনেই ২৫৬ রানে থামে নিউজিল্যান্ড ‘এ’ দল। কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের হয়ে ১০ উইকেট নিয়েছেন পেসাররা। খালেদের ৬ উইকেটের পাশাপাশি এনামুল ৩ ও এবাদত ১ উইকেট শিকার করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ল বাংলাদেশ

ব্যাট হাতে বিনা উইকেটে ৩০ রান করে বাংলাদেশ প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিনের শুরুতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিজয়-অমিতরা। তবে অধিনায়ক নুরুল হাসান সোহানের আগ্রাসী সেঞ্চুরিতে এগিয়ে যায় বাংলাদেশ। সোহান আউট হলেও লোয়ার অর্ডারের দৃঢ়তায় লিড পায় বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচের তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। মাত্র ১০ রানের মাথায় প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন অধিনায়ক কার্টার ও নিক ক্যালি। কিউইদের বাকি ব্যাটাররা বলার মতো রান না করতে পারলেও ক্যালি করেছিলেন ১২২ রান। এ বাঁহাতির ব্যাটে চড়ে বাংলাদেশকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে ২৪৬ রান করা অসম্ভব কিছু ছিল না। স্পিনাররা বাড়তি সুবিধা পেলেও বল আসছিল ব্যাটে। কিন্তু বিষয়টাকে জটিল করে তুলেছেন টাইগার ব্যাটাররা। দলীয় ১৭ রানের মাথায় বেশ বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এনামুল হক বিজয়। একই ভুলে বিদায় নেন তিনে নামা মাহমুদুল হাসান জয়।

এরপর ঘরোয়া লিগে রানের ফোয়ারা ছুটানো অমিত হাসানও বাজে বলে উইকেট বিলিয়ে এসেছেন। ওপেনার জাকির হাসানও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। তবে কিউই ফিল্ডারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ফিফটি করে আউট হয়েছেন তিনি। জাকিরের বিদায়ের পর ম্যাচের হাল ধরেন নুরুল হাসান সোহান ও মাহিদুল অঙ্কন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ

চা বিরতির আগ পর্যন্ত সময়টা দারুণ সামলেছেন এ দুই ব্যাটার। ৪ উইকেটে ১৩১ রান নিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। এরপর আবার বৃষ্টির বাঘড়া। তৃতীয় সেশনে ম্যাচ জয়ের পরিবর্তে ড্র করার লক্ষ্যে এগিয়েছে বাংলাদেশ। কিন্তু আচমকা সোহান এবং নাঈম হাসানের উইকেট পতন টাইগারদের বিপদ বাড়ায়।

শেষের দিকে লড়াই চালিয়ে যান অঙ্কন। তবে ৬৩তম ওভারে আদিত্য অশোকের লিগ স্পিনে পরাস্ত টাইগার ব্যাটার। এক ওভারেই ৩ উইকেট শিকার করে ফাইফারের মাইলফলক অর্জন করেছেন তামিল নাড়ুর ছেলে। বাংলাদেশের সামনে ম্যাচ ড্র করা ছাড়া কোনো উপায় ছিল না। 

ফলাফলে সমতা আনতে টাইগার ব্যাটারদের আরও ৫ ওভার ব্যাটিং করতে হতো। কিন্তু ২.২ ওভারের মাথায় শেষ উইকেটটি হারিয়ে বসে বাংলাদেশ ‘এ’ দল। তাতে ২ ম্যাচের আনঅফিশিয়াল টেস্ট সিরিজে প্রথম ম্যাচে পরাজয় গুনে সোহানের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি মিরপুরের মাঠে অনুষ্ঠিত হবে।

এমআই