Advertisement
Us Bangla Airlines
বিসিএলে এমন আয়োজন আগে করেনি বিসিবি

বিসিএলে এমন আয়োজন আগে করেনি বিসিবি

খেলা ডেস্ক

০৪ জুন ২০২৫, ১৬:১৬

দেশের প্রথম শ্রেণির একমাত্র টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট চারটি দল নিয়ে আয়োজন করা হয়ে থাকে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেরা খেলোয়াড়দের নিয়ে এসব দল গঠন করা হয়। তবে বিসিএলের প্রতিযোগিতা আরও বাড়াতে এবার নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিএলের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে কোনো বিদেশি দল। ঘরোয়া লিগের মান উন্নয়ন এবং ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজনের কথা ভাবছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড। দেশের প্রচলিত গণমাধ্যমকে বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

টিভিতে ডিপিএল দেখানো নিয়ে যে স্বস্তির গল্প শোনাল বিসিবি

তিনি বলেন, ‘বর্তমানে বিসিএলে চারটি দল অংশ নেয়, যেগুলো মূলত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়। এবার বিসিএলে আমরা একটি বিদেশি দল অন্তর্ভুক্ত করার কথা ভাবছি। এটা শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের ‘এ’ দল পর্যায়ের হতে পারে।’

বিসিবি কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তাদের সময়-সুযোগ এবং বিসিবি সভাপতির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।’

তামিমের বদলে যাকে অধিনায়ক বানাতে চায় মোহামেডান

বিসিবির পরিকল্পনায় বদল আসলেও দল সংখ্যায় পরিবর্তন আসছে না। আগের মতো চারটি দল নিয়েই আয়োজিত হবে পরবর্তী বিসিএল। তবে বিদেশি দল অর্ন্তভুক্ত হলে দেশি দলের সংখ্যা আরেকটি কমে যাবে। অর্থাৎ তিনটি দেশি দল এবং একটি বিদেশি দল নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে।

এদিকে বিসিএলের চলতি মৌসুমের সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও তা পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। খেলোয়াড়দের প্রাপ্যতা ও গ্রীষ্মের তীব্র গরমের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই