Advertisement
Us Bangla Airlines
বর্ণবাদের শিকার সিকান্দার রাজা, শাস্তি পেলেন কোচ

বর্ণবাদের শিকার সিকান্দার রাজা, শাস্তি পেলেন কোচ

খেলা ডেস্ক

০৯ জুন ২০২৫, ১৮:১৯

আফ্রিকান মহাদেশে বর্ণবাদ বিষয়টা নতুন কিছু নয়। ক্রিকেটে দল গঠনে একই বিষয়ের ওপর আলাদা নিয়ম-নীতি অনুসরণ করে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটসহ বিশ্বের সব ক্রীড়া টুর্নামেন্টে বর্ণবাদ বিষয়টাকে খুব কঠোর চোখে দেখা হয়। এবার স্থানীয় এক কোচের বিরুদ্ধে বর্ণবাদের গুরুতর অভিযোগ এনেছেন সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের হয়ে খেলে থাকলেও রাজা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ফলে গোত্র বর্ণের দিক থেকে জিম্বাবুয়ের সাধারণ নাগরিক থেকে কিছুটা আলাদা এই তারকা অলরাউন্ডার। তাতে স্থানীয় কোচের আচরণে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, স্থানীয় কোচ ব্লেসিং মাফুয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের দাবি, মাঠ ছাড়ার সময় মাফুয়া তাঁকে (রাজা) উদ্দেশ্যে আপত্তিকর কথাবার্তা বলেছেন মাফুয়া।

এ বিষয়ে ইতোমধ্যে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এইচএমসিএ) জানিয়েছেন রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের অভিযোগের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় ক্রিকেট সংস্থা এইচএমসিএ।

সংগঠনটির চেয়ারপারসন তাফাদজোয়া মাদুরো বলেন,‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক রাজা যে ঘটনার ভুক্তভোগী হয়েছেন, তাঁর কাছ থেকে বর্ণবাদের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রতিবেদনে আনা অভিযোগের জবাব তাঁকে (মাফুয়া) দিতে হবে। এখন তাঁকে এইচএমসিএর সব কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।’

বিশ্বকাপ না খেলা সিকান্দার তবুও ‘রাজা’!

সিকান্দার রাজা বলেন, ‘যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেক্ষেত্রে শাস্তির একটা উদাহরণ হয়ে থাকা উচিত। এতে করে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস দেখাতে পারবেন না।’

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ঘরোয়া লিগ খেলছেন সিকান্দার রাজা। হারারাতে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের একটি টুর্নামেন্টে ম্যাচ খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছেন এই তারকা অলরাউন্ডার।

এমআই