Advertisement
Us Bangla Airlines
মিরাজকে নিয়ে দুশ্চিন্তায় টাইগারদের প্রধান কোচ

মিরাজকে নিয়ে দুশ্চিন্তায় টাইগারদের প্রধান কোচ

খেলা ডেস্ক

১৫ জুন ২০২৫, ১৭:১০

সাদা পোশাকের ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের ৯ বছরে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেছেন এই অলরাউন্ডার। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলের অবধারিত নাম মিরাজ। সাদা পোশাকের ক্রিকেটে ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজে উজ্জ্বল নাম ছিলেন খুলনার ছেলে মিরাজ। দুই ম্যাচের তিন ইনিংসেই ফাইফার তুলেছেন তিনি। এমনকি সিরিজের শেষ ম্যাচে একইদিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। এরপর আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন মিরাজ।

এবার আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ

শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলের সহ-অধিনায়ক এই অলরাউন্ডার। তবে অনুশীলনের প্রথম দিনে মিরাজকে কোথাও দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, জ্বরের কারণে এদিন অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ। পরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ ফিল সিমন্স জানালেন বিস্তারিত। 

টাইগারদের প্রধান কোচ বলেন, ‘মিরাজের জ্বর, তবে গত কয়েক দিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে। আশা করি কাল সে প্র্যাকটিস করতে পারবে।’

ডাবল ফাইফারে সুখবর পেলেন মিরাজ

দলের জন্য মিরাজ কতটা গুরুত্বপূর্ণ, এতদিনে তা নিজেও আঁচ করতে পেরেছেন ফিল সিমন্স। ফলে মিরাজের অসুস্থতা যে তার মনে দুশ্চিন্তার বাসা বেঁধেছে, তা আড়াল করেননি তিনি।

সিমন্স বলেন, ‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

এমআই