Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭

জাতীয় দলের জার্সিতে প্রায় ১৫ মাস আগে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল খান। সবশেষ সাত মাসে খেলেননি কোন স্বীকৃত ক্রিকেট ম্যাচ। মাঝে তামিম ও বিসিবির সাবেক সভাপতি পাপনের বৈঠক এবং খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসবে করেও আসেনি। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে জোর আলোচনা হচ্ছে।

এদিকে দীর্ঘ ৭ মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিও করেছেন এ ওপেনার। নিজের ব্যক্তিগত প্রস্তুতি হিসেবে খেলা এ টুর্নামেন্টের এখানেই ইতি টানছেন এ বাঁহাতি। তবে এনসিএলে দারুণ পারফরম্যান্সে আলোচনায় উঠেছে তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার প্রসঙ্গ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলা নিয়ে মুখ খুলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ (সোমবার) বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রীতি ম্যাচ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি তামিমকে নিয়ে কথা বলেন। 

প্রধান নির্বাচক বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভেইলেবল থাকবে কি না। যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।’

লিপু আরও বলেন, ‘তামিমের বিষয়টা হচ্ছে কেউ যদি নিজেকে উইথড্রোর (সরিয়ে নেওয়া) জায়গায় নিয়ে রাখে। এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখান মত-পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল। কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে, তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন।’

গত বছরের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম জাতীয় দলের ডেরায় ফিরলেও তা দীর্ঘায়িত হয়নি। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলার পর থেকে তামিমের জাতীয় দলে তার অধ্যায় থেমে আছে। 

তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে নির্বাচক কমিটি আলোচনা করবে বলেও জানান গাজী আশরাফ লিপু, ‘প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে। এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে।’

তবে একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তামিমকে কিছু পরামর্শও দিয়েছেন প্রধান নির্বাচক, ‘তামিমকে আরও শাণিত ও ফিটনেস উন্নত করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে... একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শাণিত ও প্রস্তুত করতে হয়। যে ধরনের সহযোগিতা সে আশা করে, বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’

এমআই