
৯ ম্যাচে ৪৩০ রান করেও কেন বাদ পড়লেন সৌম্য?
খেলা ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৪:৫৭
প্রতিভার জানান দিয়ে ২০১৪ জাতীয় দলে অভিষেক হয়েছিল সৌম্যর। লাল-সবুজের জার্সিতে এক ম্যাচ খেলেই বিশ্বকাপের দলে জায়গা পেয়ে যান তিনি। সেই বছরেই পাকিস্তান, ভারতের বিপক্ষে সৌম্য তার প্রতিভার ঝলক দেখান। কিন্তু বাজে ফর্মে ২০২১ সালে জাতীয় দল থেকে দীর্ঘ সময়ের জন্য বাদ পড়েন তিনি।
২০২৩ সালে হাথুরুসিংহের আমলে আচমকা জাতীয় দলে ফিরেন সৌম্য সরকার। প্রত্যাবর্তনের প্রথম দুই ম্যাচেই কিউইদের বিপক্ষে শূন্য রানে আউট হন তিনি। পরবর্তী ম্যাচেই নিউজিল্যান্ডের মাটিতে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বাকিটা সময় ইনজুরির সঙ্গেই লড়াই করেছেন এই ক্রিকেটার।
সবমিলিয়ে জাতীয় দলে ফেরার পর ৯ ম্যাচে ৩৩ গড়ে ৪৩০ রান করেন তিনি। গেল ডিসেম্বরেও ক্যারিবিয়ানদের বিপক্ষে ৭৩ রানের নজরকাড়া ইনিংস খেলেন সৌম্য সরকার। এরপর টি-টোয়েন্টি সিরিজে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। চোট কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরে আবার শূন্য রানে আউট তিনি।
ডিপিএলেও বলার মতো পারফর্ম করতে পারেননি সৌম্য। তবুও এই ব্যাটিং অলরাউন্ডারকে দলে নিয়ে আরব আমিরাতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পিঠের ব্যথার কারণে কোনো ম্যাচেই নামতে পারেননি এই বিধ্বংসী ওপেনার। এবার চোট থেকে সেরে ওঠার পর্যায়ে থাকলেও শ্রীলঙ্কা সফরে তাকে দলে রাখেনি বাংলাদেশ।
সৌম্যকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেন, ‘সৌম্য সরকার আমাদের সঙ্গে ২০১৫ সাল থেকে আছেন। সাম্প্রতিক সময়ে আপনি যদি একটু খেয়াল করেন, একটু ভেঙেই বলছি। প্রায় ১২-১৪ মাস ধরে দুর্ভাগ্যবশত তিনবার চোটে পড়েছেন।’
‘গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে চিটাগংয়ে যখন খেলছিলাম, সেখানে তাঁর এসিএল চোট হয় এবং মাথায় একটু ব্যথা পান। হাঁটুতে এসিএলের চোটটাই মেজর ছিল। সেই চোট থেকে সেরে উঠে আবার আসেন। তারপর ওয়েস্ট ইন্ডিজে আঙুলে বড় একটা চোটে পড়েন। আঙুলে অনেকগুলো সেলাই দেওয়া লেগেছিল। অনেক দিন বাইরে ছিলেন।’
সৌম্যকে নিয়ে লিপু আরও বলেন, ‘অতি সম্প্রতি তাকে (সৌম্য) আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বিবেচনায় আনি। যখন বিবেচনা করা হয়, তখন তার ছোট একটা পিঠে ব্যথা ছিল। দুই দিনের মধ্যে সেরে উঠে খেলা উচিত ছিল। তবে দুর্ভাগ্যবশত সেরে উঠতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘চোটের কারণেই সৌম্য আমিরাত সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পাকিস্তান সিরিজে তাকে রাখা যায়নি। কারণ, ফিজিওর পরামর্শ অনুযায়ী তার পুনর্বাসনের জন্য সেরে উঠতে যথেষ্ট সময় দরকার। ফলে তাকে শ্রীলঙ্কা সিরিজে রাখা সম্ভব হয়নি।’
এমআই