Advertisement
Us Bangla Airlines
‘আম্পায়াররা ভুল করলে শাস্তি হয় না, ভুলটাই সঠিক থেকে যায়’

‘আম্পায়াররা ভুল করলে শাস্তি হয় না, ভুলটাই সঠিক থেকে যায়’

খেলা ডেস্ক

২৮ জুন ২০২৫, ১৯:১১

বিশ্বজুড়ে চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ডের পাশাপাশি ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের মোড়ল হিসেবে পরিচিত অজিরা। আবার মোড়লদের প্রতি আইসিসির পক্ষপাতিত্ব একটু বেশিই। একই কাজ করে থাকেন মাঠের আম্পায়াররা।

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষে মাঝেসাঝে আম্পায়ারদের আলাদা সহানুভূতি দেখা যায়। সবশেষ অস্ট্রেলিয়া-ওয়েস্ট উন্ডিজ সিরিজে এমন কাণ্ড ঘটিয়েছেন টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। যা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪৪ রান করা রস্টন চেইসকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ক্যারিবিয়ান অধিনায়ক রিভিউ নেন সঙ্গে সঙ্গে, রিপ্লে দেখে মনে হচ্ছিলো, বল লেগেছে তার ব্যাটে। আল্ট্রা এজ-এ ব্যাট ছোঁয়া বেশ কিছু রেখা দেখা যায় বটে। কিন্তু সেটাকে ব্যাটে লাগেনি বলে জানান টিভি আম্পায়ার।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি বলেন, ‘আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। ব্যাটের কাছে আসার সঙ্গে সঙ্গে বলের দিক পরিবর্তন হতে দেখা যাচ্ছে।’

একই ইনিংসে অজিদের কিপার অ্যালেক্স ক্যারির দারুণ ক্যাচে আউট হন ৪৮ রান করা শেই হোপ। তবে এক হাতে নেওয়া ক্যাচটি মাটি স্পর্শ করেছিল কি-না, সেই সংশয়ের অবকাশ ছিল যথেষ্ট। তবুও অস্ট্রেলিয়ার পক্ষে রায় দেন ম্যাচের তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। 

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ট্রাভিস হেডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কট বিহাইন্ডের আবেদনের পর টিভি আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন যে, বল কিপার হোপের গ্লাভসে পৌঁছানোর ঠিক আগে মাটি স্পর্শ করেছিল। তবে খালি চোখে মনে হয়েছে, এটা কিপারের গ্লাভসেই পড়েছে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে একাধিক ভুল সিদ্ধান্তের পর ম্যাচের মোমেন্টামই পাল্টে যায়। তাতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারে স্বাগতিক ওয়েস্ট উইন্ডিজ। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে আম্পায়ারদের এক হাত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ।

তিনি বলেন, ‘ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বললে- হ্যাঁ, এটা হতাশাজনক, কারণ খেলোয়াড় হিসেবে যখন আমরা ভুল করি, যখন আমরা সীমা ছাড়িয়ে যাই, তখন আমাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কখনও কখনও নিষিদ্ধও করা হয়। আর্থিক জরিমানা বা অন্য কিছুও হতে পারে। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের? তাদের কখনও কিছুই হয় না। তাদের কেবল একটি ভুল সিদ্ধান্ত বা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়েই রয়ে যায় এবং সবকিছু চলতে থাকে।’

টিভি আম্পায়ার নিয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা (আম্পায়ারিং) ম্যাচে বড় প্রভাব ফেলেছে। কারণ যেমনটা বলেছি, ব্যাটসম্যানরা মাঠে নেমে কী করতে পারে, তা আপনারা দেখেন। আমি আর হোপ ভালো খেলছিলাম এবং তারপর কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেল।’

তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংসে যখন আমরা বোলিং করছিলাম, তখন একটি ক্যাচের সিদ্ধান্তও আমাদের বিপক্ষে গিয়েছিল, তাই স্কোর কত হতে পারে, তা কেউ বলতে পারবে না। তবে আমি এটা (আম্পায়ারিং) নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না।’

এমআই