Advertisement
Us Bangla Airlines
জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ২০:৪৯

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চলতি মাসের শেষদিকে এই সিরিজ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে অনেক অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। তাতে জায়গা পেয়েছে নতুন মুখ।

সম্প্রতি অবসর নেওয়া টিম সাউদির পাশাপাশি ব্যক্তিগত কারণে খেলছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন ও অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। এছাড়াও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন কাইল জেমিসন এবং চোটের কারণে ছিটকে গেছেন পেসার বেন সিয়ার্স।

এসব ক্রিকেটারদের পরিবর্তে দলে ফিরছেন অভিজ্ঞ হেনরি নিকোলস ও স্পিনার এজাজ প্যাটেল। নিকোলস শেষবার টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। অন্যদিকে, এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে সিরিজে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন।

নিউজিল্যান্ডের স্কোয়াডে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন পেসার ম্যাথু ফিশার। দেশের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে বিবেচিত এই তরুণ ক্রিকেটার এর আগে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন।

জিম্বাবুয়ের বুলাওয়েতে আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ৭ আগস্ট থেকে। এর আগে ২৭ জুলাই দলের সদস্যরা বুলাওয়েতে একত্রিত হবেন, হারারেতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউরকে, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়াং।

এমআই