Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার বিপক্ষে শতভাগ ক্রিকেট খেলার প্রত্যয় লিটনের

শ্রীলঙ্কার বিপক্ষে শতভাগ ক্রিকেট খেলার প্রত্যয় লিটনের

খেলা ডেস্ক

১০ জুলাই ২০২৫, ১২:১৩

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাল্লাকেলে আজ সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজ পরাজয়ের পর টি-টোয়েন্টিতে ফেরার অপেক্ষায় লিটনের দল। স্বাগতিকদের বিপক্ষে শতভাগ ক্রিকেট খেলার প্রত্যয় শুনিয়েছেন অধিনায়ক লিটন।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আমরা জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটাই চেষ্টা করব। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের ১০০ শতাংশ ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।’

বাংলাদেশের একাদশ কেমন হবে, এমন প্রশ্নের জবাবে লিটন জানান, ‘আমার মনে হয়েছে উইকেট খুব ভালো। দুই সাইডেই। পেসার–স্পিনার সবাই সুবিধা পেয়েছে। ব্যাটিং যে ভালো করেছে সেও করতে পেরেছে। কালকে এসে দেখে আমাদের চিন্তা-ভাবনা করব।’

লিটনের নেতৃত্বে নতুন টি-টোয়েন্টি দল, শক্তি-দুর্বলতা কোথায়?

লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ওয়ানডে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। যদিও প্রথম ওয়ানডের আগে ইনজুরিতে পড়েন তিনি। টি-টোয়েন্টিতে রিশাদের ফেরা নিয়ে সরাসরি না বললেও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছেন লিটন, ‘খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার বাংলাদেশের জন্য। এটা ভালো ব্যাপার যে সে আমাদের সঙ্গেই আছে।’

গত দুই মাস ধরে টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ দল। মাঝে তেমন বিরতি না পাওয়া প্রসঙ্গে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এমন সময় আসবে। বিপিএলে খেললে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয়। মনে হয় না খুব একটা প্রভাব পড়বে, কারও পড়লে আমরা অবশ্যই ম্যান ম্যানেজমেন্টের ব্যাপারে চিন্তা করব।’

এমআই