Advertisement
Us Bangla Airlines
অবসর নিলেন দুই দেশের হয়ে খেলা সেই ক্রিকেটার

অবসর নিলেন দুই দেশের হয়ে খেলা সেই ক্রিকেটার

খেলা ডেস্ক

১১ জুলাই ২০২৫, ১৮:৪৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন দুই দেশের হয়ে খেলা পিটার মুর। জিম্বাবুয়ের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ক্যারিয়ারের ইতিটা টেনেছেন অবশ্য আয়ারল্যান্ডের জার্সিতে। মাত্র ৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটের শেষটা দেখে বসেছেন তিনি।

২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় পিটার মুরের। জিম্বাবুয়ের হয়ে এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হয় তার। জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে আট টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেন তিনি। তাতে তিন সংস্করণ মিলিয়ে করেছেন ১৭২৪ রান।

জিম্বাবুয়ের হয়ে খেলা অবস্থায় আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেটে খেলতেন পিটার মুর। এই উইকেটরক্ষকের দাদী আইরিশ হওয়ায় তার আয়ারল্যান্ডে যাওয়া হতো। এমনকি তার কাছে আইরিশ পাসপোর্টও ছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ পান এই উইকেটরক্ষক ব্যাটার।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক হয় পিটার মুরের। এরপর দলটির হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেন এই ক্রিকেটার। জিম্বাবুয়ে দলে লাল বলের ক্রিকেটে ৩৫ গড়ে ব্যাট করা মুর আয়ারল্যান্ডে গিয়ে পারফরম্যান্স ভাটায় ভুগেছেন। সেখানে তার ব্যাটিং গড় ছিল মোটে ১৪।

আইরিশদের জার্সিতে করা একমাত্র ফিফটিটাও এসেছিল জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে। পারফরম্যান্সে ভাটা আর আয়ারল্যান্ডের রঙিন পোশাকের দলে জায়গা না পাওয়া পিটার মুরের ক্যারিয়ার আরও বিবর্ণ করে তুলেছে। ফলে মাত্র ৩৪ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন দুই দেশের হয়ে খেলা এই ক্রিকেটার।

এমআই