
দেশি কোচদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, যা আলোচনা হলো
খেলা ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ২০:১৩
বিশ্বের বাকি দেশের তুলনায় ব্যাটিংয়ে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। ইদানীং ব্যাটিং ব্যর্থতা যেন আরও জোরালো হয়ে দেখা দিয়েছে। ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাটারদের দায়িত্বহীন শটে পরাজয় বরণ করছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের এমন শটের কারণ খুঁজে পাচ্ছে না বিসিবি।
ব্যাটারদের এমন খেলা নিয়ে আলোচনার টেবিল গরম করছে বিশ্লেষকেরা। কেউ কেউ এটাকে মানসিক বাধা হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছে টেকনিকে বাকিদের তুলনায় পিছিয়ে পড়ছেন ক্রিকেটাররা। ব্যাটাররা শক্তির সীমানা বাড়িয়ে কেন জাতীয় দলে আসছে না, এমন প্রশ্ন বিসিবি সভাপতিরও।
ফলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করান, এমন দেশি কোচদের সঙ্গে আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাই পারফরম্যান্স এবং বাংলাদেশ টাইগার্সের কোচিং স্টাফের সদস্যরাও।
সবমিলিয়ে প্রায় দশ জনের মতো কোচিং স্টাফের সদস্য উপস্থিত ছিলেন সেখানে। এ ছাড়া বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনামরাও ছিলেন।
এই বৈঠকে উপস্থিত থাকা কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘এটা মতবিনিময় সবার মতো হয়েছে। আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জনের মতো উপস্থিত ছিলাম। সেখানে আসলে এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।’
বাবুল আরো বলছিলেন, ‘বিসিবি সভাপতির অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, সেটার জন্য বসেছিলেন উনি। এতদিন আইসিসিতে কাজ করেছিলেন সেটাই আমাদের সাথে শেয়ার করছিলেন। কীভাবে কাজ করেছিলেন, কোন স্টাইলে কাজ করেছিলেন। কীভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে বলছিলেন।’
এই সভায় উপস্থিত থাকা আরেক কোচ তালহা জুবায়ের বলেন, ‘বিসিবি সভাপতি কোচিংয়ের উন্নতির কথা জানিয়েছেন। আর উন্নয়নের জন্য যে ফ্যাসিলিটিজ প্রয়োজন সেটাও নিশ্চিত করতে রাজি হয়েছেন। আমাদের চাওয়া পাওয়ার কথাও জানিয়েছি। দেশের সব জায়গার কোচদের চেইন অব কমান্ডের কথাও জানিয়েছি আমরা।’
এমআই