
প্রশ্নের কাঠগড়ায় ‘কথা পাকা’ কোচ সালাউদ্দিন
খেলা ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৫:৪৪
দেশের ক্রিকেটাঙ্গনের জনপ্রিয় মুখ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একাধিকবার শিরোপা জিতিয়ে তার জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। ক্রিকেটারদের উন্নয়ন এবং ক্রিকেট কাঠামো নিয়ে বেশ সরব ছিলেন এই কোচ। গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান তিনি।
কোচ সালাউদ্দিনকে দেশের ক্রিকেট বোর্ডে এর আগেও চেয়েছিল বিসিবি। তবে নানান কারণ আর অজুহাত দেখিয়ে পাপনের আমলে দায়িত্ব নেননি তিনি। কিন্তু গণমাধ্যমে কথার ফুলঝুরিতে দেশসেরা কোচ হিসেবে নিজেকে উপস্থাপন করতেন। সালাউদ্দিন বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন সাকিব-মুশফিকের কারণে।
ক্রিকেটারদের কোনো টেকনিক্যালি সমস্যা হলেই এই কোচের কাছে ছুটে যেতেন। বিশেষ করে সাকিব সমস্যায় ভোগা মাত্রই সালাউদ্দিনের শরণাপন্ন হতেন। এই কোচের মাধ্যমে সাকিবও নাকি নিজের ক্যারিয়ারে উন্নতির ছোঁয়া পেয়েছেন। কথার ফুলঝুরি আর এসব কাণ্ডে জাতীয় দলের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন তিনি।
সিনিয়র সহকারী পদে জায়গা পেলেও বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হওয়া তার পথচলায় দেশের ব্যাটিং বিভাগ যেন নিয়মিত ডুবছে। দেশসেরা কোচ হওয়া সত্ত্বেও টাইগারদের ব্যাটিং দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে ওঠতে পারছেন না তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের কোনটাতেই ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা। বাংলাদেশ দলের বাজে ব্যাটিংয়ের জন্য চিন্তিত বিসিবি পরিচালক আকরাম খানও। তিনি বলেছেন, ‘ব্যাটিংটা যেভাবে হচ্ছে এটা আসলে নরমাল ব্যাটিং না। ভালো পরিকল্পনা করে যে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে হয়, সেটার দেখা মিলছে না।’
এক্ষেত্রে অবশ্য ব্যাটারদেরও দায় দেখছেন সাবেক এই অধিনায়ক, ‘ক্রিকেটারদের এর থেকে উত্তরণের পথ হলো সেন্সিবেল ব্যাটিং করতে হবে। আপনি দেখবেন সবাই মনে হচ্ছে অনেক প্রেসার নিয়ে খেলতেছে। রান হচ্ছে না–উইকেট পড়ে যাচ্ছে, এটার জন্য সবাই অনেক চিন্তিত।’
আকরাম খান আরও বলেন, ‘নরমাল যে ক্রিকেট সেটা হচ্ছে না, নরমাল ক্রিকেট না খেললে এখান থেকে বের হওয়া কঠিন। প্রথম সারির তিনজন ব্যাটসম্যান যে ভালো খেলবে সেই জিনিসটা হচ্ছে না, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে যাই বলেন।’
ব্যাটাররা ভালো না করায় ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গে আকরাম বললেন, ‘ব্যাটিং কোচের কথা বলছেন এটা বোর্ডের ব্যাপার, ক্রিকেট অপারেশন্সের বিষয়। আর ক্রিকেটাররা আছে, সালাউদ্দিন দেখছে ব্যাটিংয়ের বিষয়। এখন ব্যাটাররা কীভাবে চাচ্ছে ওদের কিসে কমফোর্ট হয় সেটাও দেখতে হবে। টিম ম্যানেজমেন্ট আছে তারা বিষয়টি দেখবে।’
ব্যাটার ও ব্যাটিং কোচের পারফরম্যান্স ভালো না হওয়ায় নতুন করে এক্ষেত্রে বিশেষজ্ঞ কোচ খুঁজতে যাচ্ছে বোর্ড। বিসিবির এক পরিচালক নতুন কোচ খোঁজার কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। তবে কখন কীভাবে কাকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
এমআই