Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

খেলা ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ১৬:২২

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন সিরিজকে ঘিরে সম্প্রতি টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষণা মোতাবেক, আজ (১৫ জুলাই) থেকে এই সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে।

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করতে চলেছে বিসিবি। দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে আমিনুল ইসলামের বোর্ড। ফলে একজন দর্শক দেশের যেকোনো প্রান্তে বসে বিসিবির ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে একাধিক চমক

বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য দর্শকদের প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক। ফলে ব্যাংক বা বিসিবির বুথ থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

টিকিট যেভাবে সংগ্রহ করবেন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব টিকিট এবার দর্শকদের কিনতে হবে অনলাইনে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। একই নামে গুগল প্লে স্টোর ও আইওএসে একটি অ্যাপ রয়েছে। সেখান থেকেও দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

এদিকে নির্দিষ্ট তথ্য পূরণ করে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কাটা যাবে। অনলাইনে অবিক্রীত টিকিটগুলো ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে। জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা প্রতি ম্যাচে ১০০ টিকিট বিনা মূল্যে পাবেন বলে জানিয়েছে বিসিবি।

‘কীভাবে বল করতে হবে, আমাদেরকে শিখতে হবে’

টিকিটের দাম কত?

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ গ্যালারিতে বসে দেখতে সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করতে হবে। ৩০০ টাকায় পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা, ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট। এ ছাড়া ক্লাব হাউসের জন্য ৮০০, ইন্টারন্যাশনাল গ্যালারির জন্য ১৫০০ টাকা খরচ করতে হবে।

পাশাপাশি গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ২৫০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম (করপোরেট বক্স) সর্বোচ্চ ৩৫০০ টাকা। তবে অনলাইন টিকিট কাটার প্রসেসিং ফি হিসেবে দর্শকদের বাড়তি কিছু অর্থও খরচ হবে।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এমআই