
বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে একাধিক চমক
খেলা ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৪:০০
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ১৬ তারিখ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। আইসিসি এফটিপির বাইরে আয়োজিত এই সিরিজকে ঘিরে আজ (মঙ্গলবার) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাদাব-রউফদের ইনজুরিতে দলটিতে জায়গা পেয়েছে একাধিক নতুন মুখ।
বাংলাদেশের বিপক্ষে অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। পিএসএলে শিরোপা জয়ী দল লাহোরের হয়ে খেলেছেন সালমান। বাঁহাতি এই ফাস্ট বোলার চার ইনিংসে ৯ উইকেট নিয়ে লাহোরকে শিরোপা জেতাতে অবদান রেখেছেন। হারিস রউফের জায়গায় ডাক পেয়েছেন তিনি।
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) স্যান ফ্রান্সিসকোর হয়ে আসরটা দারুণ কাটছিল হারিস রউফের। ইতোমধ্যে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এমএলসির এবারের আসর থেকে ছিটকে গেছেন হারিস রউফ।
এদিকে জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আহমেদ দানিয়াল। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭ ম্যাচে ৩১ গড়ে ইতোমধ্যে ৩৬ উইকেট শিকার করেছেন। বিগ ব্যাশে খেলা এই ফাস্ট বোলারকে ব্যাট হাতেও ভূমিকা পালন করতে দেখা গেছে।
বাংলাদেশ সিরিজে অনেক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না পাকিস্তান। দলটির সহ-অধিনায়ক শাদাব খান ভুগছেন ডান কাঁধের সমস্যায়। চিকিৎসকেরা শাদাবকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেটা করতে যুক্তরাজ্যে যাওয়া হতে পারে তাঁকে। অস্ত্রোপচারের কারণে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকার সম্ভাবনা বেশি শাদাবের।
এমনকি পেসার নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পুরোপুরি ফিট নন। এমএলসিতে খেলতে গিয়ে চোটে পড়েছেন পেসার হারিস রউফ। গত মে মাসে বাংলাদেশকে ধসিয়ে দেওয়া হাসান আলীর না থাকার কারণ অবশ্য জানা যায়নি।
আগামী ২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
একনজরে পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আঘা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।
এমআই