Advertisement
Us Bangla Airlines
ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘোর শঙ্কায়!

ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘোর শঙ্কায়!

খেলা ডেস্ক

২৩ জুন ২০২৫, ২০:২৫

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক যুক্তরাষ্ট্র। সহযোগী দেশ হিসেবে থাকছে কানাডা ও মেক্সিকো। তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ এমনকি ফাইনালও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় জড়িয়েছে ইরান। তাতেই আগামী বিশ্বকাপে এশিয়ান দেশটির ভবিষ্যত অনিশ্চয়তায় পড়েছে।

চলতি বছরের মার্চে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। নিয়ম মোতাবেক, বিশ্বকাপে খেলতে ইরানের যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া সাধারণ বিষয়। কিন্তু যুদ্ধ শুরুর আগেই ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার বিমান হামলা ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হতে পারে ইরান। বিষয়টি নিয়ে ক্রীড়ামহলে বেশ আলোচনা চলছে।

এর আগে ইউক্রেনে হামলার পর রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। ৯০ দশকে বলকান সংঘাতের সময় নিষিদ্ধ হয়েছিল যুগোস্লাভিয়া। ফলে চলতি বছর ফিফা থেকে ইরানকে নিষিদ্ধ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিকে ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে থাকলে ইরান তাদের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে পারে। তবে গ্রুপ পর্ব পেরুলেই খেলতে হবে যুক্তরাষ্ট্রে, যা টুর্নামেন্ট আয়োজকদের জন্য বাড়তি মাথাব্যথার কারণ হতে পারে।

এমআই