Advertisement
Us Bangla Airlines
হামজাদের বিপক্ষে খেলতে রাতেই আসছে সিঙ্গাপুর

হামজাদের বিপক্ষে খেলতে রাতেই আসছে সিঙ্গাপুর

খেলা ডেস্ক

০৭ জুন ২০২৫, ২০:২৬

ঈদের দিন অত্যন্ত ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আজ ভোরে বাংলাদেশ ছেড়েছে ভুটান। আবার রাত সাড়ে দশটার দিকে আসছে সিঙ্গাপুর। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী দল। 

সিঙ্গাপুর ৪২ জনের বহর নিয়ে ঢাকায় আসছে। বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। ট্যাকনিক্যাল স্টাফ, কর্মকর্তা মিলিয়ে আরো ১৯ জন। 

ফুটবলে উন্নত দেশগুলোতে জাতীয় দলের সফরে ট্যাকনিক্যাল স্টাফের সংখ্যা থাকে বেশি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো সাধারণত কোনো ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে গেলে ৩০-৩২ জনের কন্টিনজেন্ট হয়। কোচিং স্টাফের পাশাপাশি অনেক সময় সমপরিমাণ কর্মকর্তা দলের সঙ্গী হওয়া এই অঞ্চলের ফুটবলের অলিখিত সংস্কৃতি।

হামজা-ফাহামিদুলকে প্রশংসায় ভাসিয়েছে তাদের ক্লাব
অনুশীলনে বাংলাদেশের দুই প্রবাসী তারকা

সিঙ্গাপুরের ম্যানেজার দল আসার আগেই ঢাকায় এসেছেন। তিনি অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা আজ পরখ করছেন। ৪২ জনের বহর হলেও আবাসান ও অন্যান্য ব্যয় বাফুফের করতে হচ্ছে না। স্বাগতিক হিসেবে বাফুফে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে শুধু। 

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পাঁচ দিন আগে পৌঁছে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়েছিল। সিঙ্গাপুর বাংলাদেশের মতো ভুল করেনি। আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৪৮ ঘন্টার কিছু সময় আগে ঢাকায় আসছে সিঙ্গাপুর। 

সোনারগাঁও হোটেলে থাকবে সিঙ্গাপুর দল। দেশ ছাড়ার আগে তারা মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে গত পরশু দিন। ৩-১ গোলের জয়ের সুবাস নিয়ে ঢাকায় রওনা হয়েছে৷ আগামীকাল উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিকেলে সিঙ্গাপুরের অনুশীলন ব্যবস্থা করছে বাফুফে। পরশু দিন নিয়মানুযায়ী ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। 

এমআই