
হামজা-ফাহামিদুলকে প্রশংসায় ভাসিয়েছে তাদের ক্লাব
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৫, ২০:৫০
দেশের মাটিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিলেন ফাহামিদুল ইসলাম। প্রবাসী দুই ফুটবলারকে নিয়ে বাংলাদেশ ফুটবল ভক্তদের একটা বড় স্বপ্ন ছিল, গতকাল বুধবারের ম্যাচের পর থেকে সেই স্বপ্নটা আরও জোরালো হলো।
ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা গোল এনে দিয়েছেন ৬ মিনিটের মাথায়। ফাহমিদুল গোল পাননি ঠিকই। তবে বামপ্রান্তে গতি আর কৌশলে ভুটানকে নাস্তানাবুদ করেছেন। যতক্ষণই মাঠে ছিলেন, গতি আর পায়ের জাদুতে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন।
বাংলাদেশি ফুটবলাররা ফাহামিদুলের পাস ঠিকঠাক রিসিভ করতে পারলে হয়তো অ্যাসিস্টে অবদান থাকতো তার। জাতীয় দলের জার্সিতে ফাহামিদুলের দুর্দান্ত অভিষেক নজর এড়ায়নি তার নিজ ক্লাব অলবিয়া ক্যালসিওর।
ক্লাবটির সামাজিকমাধ্যমে ফাহামিদুলের ছবি পোস্ট করে জানানো হয়, ‘৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৮ হাজার উল্লাসিত ভক্তদের সামনে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতিম্যাচে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় আমাদের তরুণ প্রতিভার! ফাহমিদুল শুরু করে দারুণ পারফরমেন্স দিয়েছেন, ২-০ তে জয়ের অবদান রেখেছেন।’
ক্লাব থেকে অভিনন্দন জানানো হয়েছে হামজা চৌধুরীকেও। তার ক্লাব লেস্টার সিটি অভিনন্দন হামজা লিখে শেয়ার করেছে বাংলাদেশি তারকার ছবি।
দুই প্রবাসী তারকার ভিন্ন ভিন্ন অভিষেকের দিনে বাংলাদেশ জয় পেয়েছে বটে। তবে মূল কাজটা এখনো বাকি তাদের জন্য। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ আছে বাংলাদেশের। সেখানেই বড় পরীক্ষা অপেক্ষা করছে ফাহমিদুল-হামজা এবং পুরো বাংলাদেশ দলের।
এমআই