Advertisement
Us Bangla Airlines
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন এক বাংলাদেশি

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন এক বাংলাদেশি

খেলা ডেস্ক

০৬ জুন ২০২৫, ১৮:৪২

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের নাম আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আইপিএল অনুষ্ঠিত হয়। আইপিএলের মতোই দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কাবাডি প্রতিযোগিতা আয়োজন করে দেশটি। প্রো-কাবাডি লিগ নামে পরিচিত এই টুর্নামেন্টে ডাক পেয়েছেন এক বাংলাদেশি খেলোয়াড়।

প্রো-কাবাডি লিগে বাংলাদেশ নৌবাহিনীর রেইডার শাহ মোহাম্মদ শাহানকে দলে ভিড়িয়েছে হরিয়ানা স্টিলার্স। বাংলাদেশি খেলোয়াড়কে দলে নিতে ১৩ লাখ ভারতীয় রুপি খরচ করেছে দলটি। বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে দশ জনের নাম পাঠানো হলেও মাত্র একজনই দল পেয়েছেন।

কাবাডিতে নেপালকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

ভারতের প্রো-কাবাডি লিগের নিলাম শুরু হওয়ার বেশ ঢাকঢোল পিটিয়েছিল কাবাডির অ্যাডহক কমিটি। সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেছিলেন, বাংলাদেশ থেকে ১০ জন কাবাডি খেলোয়াড়ের নাম নিলামে দেওয়ার কথা জানিয়েছে ভারত।

আয়োজন করে ভারতের কাছে ১০ জন খেলোয়াড়ের নাম জমা দিয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। নাম পাঠানো খেলোয়াড়েরা হলেন- মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রাব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসেন, দীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন এবং শাহ মোহাম্মদ শাহান।

ফেডারেশন দাবি করেছিল, মিজানুর, লিটন ও আরিফ সাম্প্রতিক ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন। ফলে দলগুলোর নজর থাকবে তাদের দিকে—এমন আশা করা হয়েছিল। এমনও বলা হয়েছিল, খেলোয়াড় চাহিদায় বাংলাদেশ এখন ইরানের পরেই, পেছনে ফেলেছে নেপাল, কেনিয়া ও থাইল্যান্ডকে।

বাস্তবে বাংলাদেশি খেলোয়াড়কে মোটেও আমলে নেয়নি ভারত। দশজনের নাম দেওয়া হলেও দল পেয়েছে মোটে একজন। মৌলভীবাজারের সন্তান মোহাম্মদ শাহান বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে পুরো টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবেন।

এমআই