
রেকর্ডবুকে মোস্তাফিজ, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন ইতিহাস
খেলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৮:৫৮
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বের সেরা পাঁচ বোলারের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল সিরিজ জয়ের দিনে বল হাতে নতুন মাইলফলকে নাম লেখান কাটার মাস্টার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০৮ ইনিংস বল করেছেন মোস্তাফিজুর রহমান। যেখানে ২১ গড়ে ১৩৬ উইকেট শিকার করেছেন তিনি। প্রতি উইকেট তুলতে মাত্র ১৭ বল হাত ঘুরিয়েছেন এই বাঁহাতি পেসার। এমনকি রান খরচে বেশ মিতব্যয়ী ছিলেন তিনি। শতাধিক ইনিংস বল করেও ওভারপ্রতি ৭.৪২ গড়ে রান খরচ করেছেন তিনি।
২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। যেখানে ৩১টি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ৪ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন তিনি। এতেই রেকর্ডবুকের নতুন পাতায় নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন বিশ্বের সেরা ৫ বোলারের একজন মোস্তাফিজ। উইকেট সংখ্যায় গতকাল ইংলিশ স্পিনার আদিল রশিদকে ছাড়িয়েছেন এই পেসার। বর্তমানে মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৩৬, যেখানে ১৩৫ উইকেট নিয়ে তালিকার ছয়ে নেমেছেন আদিল রশিদ।
মোস্তাফিজের ওপরে রয়েছেন কিউই স্পিনার ইশ সোদি, টাইগার স্পিনার সাকিব আল হাসান, আফগান তারকা রশিদ খান ও কিউই পেসার টিম সাউদি। এর মধ্যে সাকিব ও সাউদি টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় নিয়েছেন। ফলে উইকেট শিকারের তালিকায় শীর্ষে ওঠা মোস্তাফিজের জন্য অসম্ভব নয়।
আসন্ন পাকিস্তান সিরিজে দশের বেশি উইকেট পেলে ইশ সোধিকে ছাড়িয়ে যাবেন কাটার মাস্টার। সাকিবকে ছাড়াতে প্রয়োজন আরও ১৪ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ও চলতি বছরের বাকি সিরিজ দিয়ে সাকিবকেও ছাড়িয়ে যেতে পারেন মোস্তাফিজুর রহমান।
এমআই