
বোলার হিসেবে মিরপুরে খেললে ক্যারিয়ার বড় হতো, দাবি লিটনের
খেলা ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৯:০৯
বাংলাদেশের ক্রিকেট মানেই ভেন্যুতে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেটে অধিকাংশ ম্যাচই এই ভেন্যুতে আয়োজিত হয়ে থাকে। এমনকি বিপিএল, ডিপিএলের সিংহভাগ ম্যাচই খেলা এই মাঠে। টানা খেলা থাকায় মন্থর ও নিচু উইকেট হিসেবে দুর্নাম কুড়িয়েছে মিরপুরের ভেন্যু।
ঢাকার এই মাঠে খেলতে ক্রিকেটাররা বরাবরই অস্বস্তিবোধ করেন। এ মাঠ নিয়ে ক্রিকেটারদের প্রকাশ্যে সমালোচনাও হারহামেশাই দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (শনিবার) মিরপুরের পিচের দুর্নামের তথ্য আবার মনে করিয়ে দিলেন অধিনায়ক লিটন দাস।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি একমত যে, মিরপুরে ব্যাটসম্যান হিসেবে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ডাউন হয়ে গেছে। আমি যদি বোলার হতাম, হয়তোবা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট।’
‘কিন্তু একই সময়, ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল’- বলে অতীতের দুরবস্থা স্মরণ করিয়ে দিয়েছেন লিটন দাস।
তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানদের যে সবসময় সমস্যা হয়, তা না। ক্লিয়ার করে দেই, নির্দিষ্ট ওই দুটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না; রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়।’
‘স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস, দুই সাইডের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট।’- যোগ করেন টাইগার অধিনায়ক।
এমআই