Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ ম্যাচের জন্য মেট্রো চলাচলের সময় বাড়ল

বাংলাদেশ ম্যাচের জন্য মেট্রো চলাচলের সময় বাড়ল

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৫, ১৫:২৩

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুরে আয়োজিত এই সিরিজের প্রথম ম্যাচ জিতেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা।

শোকের আবহের মাঝে বাংলাদেশের ইতিহাস গড়ার অপেক্ষায় ভক্ত-সমর্থক। তবে তাদের আনন্দ দ্বিগুণ করতে নতুন বার্তা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেট (ডিএমটিসিএল)। আজকের ম্যাচ গিয়ে ট্রেন চলাচলের সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে ঘিরে আজ (২২ই জুলাই) অতিরিক্ত ৩টি ট্রেন চলবে। উত্তরা থেকে রাত ৯টার পরেও ৯ টা ১৫, ১০টা ও ১০টা ১৫ মিনিটে অতিরিক্ত ৩টা ট্রেন মতিঝিলের দিকে ছেড়ে আসবে। পাশাপাশি মতিঝিল থেকে যথাক্রমে ৯টা ৫৫, ১০টা ৪০ ও ১০টা ৫৫ মিনিটে উত্তরা উত্তরের দিকে ছেড়ে যাবে।

সকল স্টেশনেই রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার চালু থাকবে বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে। তবে ট্রেন চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়ে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার তিনটিই জিতেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। চলতি সিরিজের প্রথম ম্যাচেও এই ভেন্যুতে সফরকারীদের বড় পরীক্ষা নিয়েছে মোস্তাফিজ-তাসকিনরা। দ্বিতীয় ম্যাচ জিতেই আগেভাগে সিরিজ জেতার অপেক্ষায় বাংলাদেশ।

এমআই