
ম্যাচের আগের দিন টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির
খেলা ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৮:৩২
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল ২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু করবে লিটনরা। তবে ম্যাচ শুরু হওয়ার একদিন আগে টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিসিবি।
সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছিল, অনলাইনে টিকিট বিক্রির পর যদি কোনো টিকিট বাকি থাকে সেটা ম্যাচের দিন বিসিবির টিকিট কাউন্টারে পাওয়া যাবে। সেই সিদ্ধান্তেই পরিবর্তন আনলো লিটনদের অভিভাবক সংস্থা।
আজ (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টিকিট অবিক্রিত থাকলে সেটাও ম্যাচের দিন অনলাইনেই পাওয়া যাবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে সরাসরি টিকিট বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। এর আগে বিপিএলের সময় টিকিট না পেয়ে দর্শকেরা মিরপুরের বুথে হামলা চালিয়েছিল।
এদিকে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য আলাদা নির্দেশনার কথা জানিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ড জানায়, মোবাইল এবং মানিব্যাগ ব্যতীত অন্য কোনো সামগ্রী নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। অতিরিক্ত ব্যক্তিগত সামগ্রী স্টেডিয়ামের কোথাও সংরক্ষণের সুযোগ থাকবে না।
নারী দর্শকরা তাদের হ্যান্ডব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না। নির্দিষ্ট গেট দিয়ে ঢোকা এবং নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলদেশ-পাকিস্তান সিরিজের টিকিটমূল্য প্রকাশ করে বিসিবি। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে এই টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০০ টাকা। টিকিট কিনতে এই লিংকে ক্লিক করুন।
এমআই