
বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ, খেলা কবে কখন কোথায়?
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২০:৪৯
শ্রীলঙ্কা সফরের শেষটা ভালো হয়েছে বাংলাদেশের। লঙ্কানদের তাদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জেতা বাংলাদেশ দেশের মাটিতে আবার কুড়ি ওভারের মিশনে নামছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটনের দল।
সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে ম্যাচগুলো শুরু হবে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এশিয়ার কাপে দলে তেমন পরিবর্তন আনতে চায় না বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।
এদিকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। নেতৃত্বে আছেন সালমান আলী আগা। তবে ইনজুরির কারণে শাদাব খান, হারিস রউফের মতো তারকাদের পাচ্ছে না দলটি। ওয়ার্কলোড বিবেচনায় নেই পেসার হাসান আলী।
মিরপুরে আয়োজিত এই সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করছে বিসিবি। ক্রিকেটের অভিভাবক সংস্থার নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। ‘গো বিসিবি’ নামে গুগল প্লে স্টোর ও আইওএসে একটি অ্যাপ রয়েছে। সেখান থেকেও দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
এদিকে নির্দিষ্ট তথ্য পূরণ করে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কাটা যাবে। অনলাইনে অবিক্রিত টিকিটগুলো ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে। জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা প্রতি ম্যাচে ১০০ টিকিট বিনা মূল্যে পাবেন বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
---|---|---|---|
১ম ম্যাচ | ২০ জুলাই ২০২৫ | সন্ধ্যা ৬টা | মিরপুর |
২য় ম্যাচ | ২২ জুলাই ২০২৫ | সন্ধ্যা ৬টা | মিরপুর |
৩য় ম্যাচ | ২৪ জুলাই ২০২৫ | সন্ধ্যা ৬টা | মিরপুর |
এমআই