Advertisement
Us Bangla Airlines
৫৫ রান করে ম্যাচ শেষে যা বললেন জাকের আলী

৫৫ রান করে ম্যাচ শেষে যা বললেন জাকের আলী

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১২:২১

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাটে নেমে বিপদে পড়েছিল বাংলাদেশ। মাত্র ২৯ রানের মাথায় ৪ উইকেট হারিয়েছে লিটনের দল। প্রথম দশ ওভারে এসেছিল মোটে ৫৩ রান। তবে শেষ দশ ওভারে ৮৩ রান সংগ্রহ করার কারিগর জাকের আলী। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেছিলেন ৫৫ রান।

জাকেরের অনবদ্য ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাচ শেষে নিজের রান করা নিয়ে কথা বলেছেন জাকের আলী। সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভালো করতে পারলেই কেবল হিসাব করেন। 

জাকের বলেন, ‘হ্যাঁ, ম্যাচ জেতানো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোনো কিছু আমি হিসাব করি না। যতই ভালো খেলি আমি হিসাব করি না। যদি আমার দল না জেতে তাহলে ব্যক্তিগতভাবে আমি ওইগুলো হিসেব করি না। তবে আজকে অবদান রাখতে পেরেছি, হিসেব করলাম।’

নিজের ছক্কা মারার এমন দক্ষতার রহস্যের কথা জানাতে গিয়ে দুই বছর আগে বিপিএলে মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন জাকের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যেরকম প্রক্রিয়ার মধ্যে অনুশীলন করি ওইরকমই—এগুলো তো আপনারা দেখেনই। অতিরিক্ত অনুশীলনগুলো বাহিরে করি। কিন্তু কিছু জিনিস পরিবর্তন করেছি। এগুলো তো দুই বছর আগেই বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছি ওইসব ব্যাপারে।’

এমআই