Advertisement
Us Bangla Airlines
ম্যাচ রেফারি হতে প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ ক্রিকেটার

ম্যাচ রেফারি হতে প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ ক্রিকেটার

খেলা ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১২:০৩

ক্রিকেটের উন্নয়ন ও উন্নতিতে দেশীয় মানুষের অংশীদারিত্বে বিশ্বাস রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন একাধিক দেশি প্রশিক্ষক। বয়সভিত্তিক দলসহ অন্যান্য অবস্থানেও দেশি মানুষের অংশগ্রহণ বাড়ছে। এবার ম্যাচ অফিসিয়ালসে সাবেক ক্রিকেটারদের অংশ বাড়াতে কাজ করছে বিসিবি।

বিসিবির তত্ত্বাবধানে আজ (শনিবার) শুরু হয়েছে ভবিষ্যত ম্যাচ রেফারিদের কর্মশালা। দুই দিনব্যাপী এই কর্মশালা এবং প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে। সকাল থেকে শুরু হয়ে যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। যেখানে অংশ নেবেন অন্তত ৩০ জন সাবেক ক্রিকেটার। এমনটাই জানিয়েছে বিসিবির আম্পায়ার্স বিভাগের একটি সূত্র। 

ম্যাচ রেফারির প্রশিক্ষণে অংশ নিতে গত ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র পাঠাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিবি। শুরুর দিকেই আবেদন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। আরাফাত সানী, ইলিয়াস সানী, নাইম ইসলাম ও ফজলে মাহমুদরাও আবেদন করেছেন।

নারী ক্রিকেটারদের মধ্যে থেকেও প্রশিক্ষণে থাকবেন কয়েকজন। এর মধ্যে সাবেক অধিনায়ক রুমানা আহমেদের অংশগ্রহণের কথা জানা গেছে। সবমিলিয়ে ম্যাচ রেফারি হতে আবেদন করেন ৩০ জন। তাদের প্রশিক্ষণ দেবেন এসএম রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুলরা। 

প্রথম দিনে আজ নতুনদের থাকার কথা রয়েছে। এরপর আগামীকাল পুরোনো এবং নতুনদের সংমিশ্রণে আবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

এমআই