Advertisement
Us Bangla Airlines
বিজয়-জাকিরদের বেতন বাড়াচ্ছে বিসিবি

বিজয়-জাকিরদের বেতন বাড়াচ্ছে বিসিবি

খেলা ডেস্ক

০৫ আগস্ট ২০২৫, ১৫:০৭

জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি বছরই বেতন বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন-মিরাজদের তুলনায় প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন নামমাত্রই বলা চলে। সেটাও আবার কালেভদ্রে বৃদ্ধি পায়। আগামী বছর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের তিন ক্যাটাগরির বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

দেশের ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের বেতন তিন ক্যাটাগরির প্রতিটিতে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছর থেকে। সবশেষ ২০২৩ সালের জুনে বিসিবির চুক্তিতে থাকা প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বেড়েছিল।

এনসিএলে বিদেশি খেলোয়াড়, বিসিএলে আসছে বিদেশি দল

বর্তমানে প্রথম শ্রেণির ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাচ্ছেন। পেতেন। নতুন চুক্তিতে তাঁরা পাবেন ৪০ হাজার টাকা। আগের চুক্তিতে ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা যথাক্রমে ৩০ হাজার ও ২৫ হাজার টাকা করে বেতন পেয়ে আসছিলেন। আগামী বছর থেকে তাঁরা প্রতি মাসে বাড়তি ৫ হাজার টাকা পাবেন।

বিজয়-জাকিরদের জন্য আরও সুখবর রয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ক্রিকেটাররা। এই সংস্করণে এত দিন ম্যাচ ফি ছিল ২০ হাজার টাকা। সেটা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হতে পারে। তবে চার দিনের ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকাই থাকছে। 

এনসিএল টি-টোয়েন্টি শুরুর সময় জানাল বিসিবি

লাল বলের ম্যাচে ক্রিকেটারদের উৎসাহিত করতে গত বছর ম্যাচ ফি বাড়ানো হয়েছিল। আর্থিক কাঠামো আগের চেয়ে মজবুত হওয়ায় নিজেদের পারফরম্যান্স নিয়ে ক্রিকেটারদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটের মান বেড়েছে। আশা করি, বেতন বৃদ্ধির ফলে ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্স ভালো করতে আরো উদ্যোগী হবে।’

এমআই