Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজের সাবেক দলে বড় পরিবর্তন, বাদ ১০ ক্রিকেটার!

মোস্তাফিজের সাবেক দলে বড় পরিবর্তন, বাদ ১০ ক্রিকেটার!

খেলা ডেস্ক

০৯ আগস্ট ২০২৫, ১৩:৫১

আইপিএলে এখন পর্যন্ত পাঁচ দলের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালে প্রথমবারের মতো চেন্নাই দলে ডাক পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। ধোনির সান্নিধ্যে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন বাংলাদেশর পোস্টার বয়। গেল আসরে মোস্তাফিজকে আর দলে নেয়নি চেন্নাই। একই আসরে ভরাডুবিতে পড়েছে আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি।

দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মরিয়া চেন্নাই সুপার কিংস (সিএসকে) কর্তৃপক্ষ। আইপিএলের আগামী নিলামে নতুন করে নিজেদের সাজাতে চাইছে চেন্নাই। এজন্য ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারেন তাঁরা। ছাঁটাইয়ের তালিকায় মহেন্দ্র সিংহ ধোনি না থাকলেও প্রবীণ ক্রিকেটারেরাই বেশি বাদ পড়তে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, ইতোমধ্যে প্রাথমিক তালিকা তৈরি করেছেন চেন্নাই কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। অভিজ্ঞ অফস্পিনারকে গত নিলামে ৯ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল চেন্নাই। নাম রয়েছে ডেভন কনওয়ের। তাঁর জন্য খরচ হয়েছিল ৬ কোটি ২৫ লাখ টাকা। 

নিজেদের পাতা ফাঁদে আটকা পড়লো ধোনিরা!

নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের নামও রয়েছে এ তালিকায়। তাঁকে ৪ কোটি টাকায় দলে নিয়েছিল চেন্নাই। এ ছাড়া রাহুল ত্রিপাঠী (৩ কোটি ৪০ লাখ টাকা), স্যাম কারেন (২ কোটি ৪০ লাখ টাকা), গুরজাপনীত সিংহ (২ কোটি ২০ লাখ টাকা), নাথান এলিস (২ কোটি টাকা), দীপক হুডা (১ কোটি ৭৫ লাখ টাকা), জেমি ওভারটন (১ কোটি ৫০ লাখ টাকা), বিজয় শঙ্করের (১ কোটি ২০ লাখ টাকা) এ তালিকায় নাম রয়েছে। 

এই ক্রিকেটারদের ছেড়ে দিলে চেন্নাইয়ের হাতে আসবে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। এ ছাড়া আরও কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন চেন্নাইয়ের কর্তারা। নতুন দল তৈরির জন্য আগামী নিলামে ৪০ কোটি টাকা নিয়ে যেতে চান তাঁরা। পাশাপাশি তরুণ আগ্রাসী ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করতে চাইছে চেন্নাই কর্তৃপক্ষ। 

তবে ছাঁটাইয়ের মাঝে ধোনির সঙ্গে টিকে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাথিরানা ও শিবম দুবে। এছাড়া  গত নিলামে কেনা আয়ুষ মাত্রে, উর্ভিল পটেল, ডেওয়াল্ড ব্রেভিসের মতো তরুণ ক্রিকেটারকে রাখতে চায় চেন্নাই কর্তৃপক্ষ। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার কথা ভাবছে সিএসকে।

এমআই