Advertisement
Us Bangla Airlines
মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প, ইংল্যান্ডে হৃদয়

মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প, ইংল্যান্ডে হৃদয়

খেলা ডেস্ক

১৪ আগস্ট ২০২৫, ১২:২২

শ্রীলঙ্কায় দীর্ঘ এক মাসের সফর। তা শেষ না হতেই মিরপুরে পাকিস্তান সিরিজ। দুই টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে গত ৬ আগস্ট থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।

ধাপে ধাপে ক্যাম্পে যোগ দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার। বাকিদের তুলনায় লিটন ও রিশাদ বিলম্বে যোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত অনুশীলন ক্যাম্পে যোগ দেননি ব্যাটার তাওহীদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, চুলের চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন হৃদয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ আগস্ট সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় ধাপের ক্যাম্পে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে লন্ডন ব্রিজের সামনে দাঁড়িয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন এই ডানহাতি ব্যাটার।

মিরপুরের এই ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম দিকে জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং করানো হয়েছে। এরপর ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্প। যেখানে শান্ত, তামিম, তাসকিনসহ পুরো দল উপস্থিত থাকবেন।

এশিয়া কাপের আগে একটি প্রস্তুতিমূলক সিরিজ আয়োজন করেছে বিসিবি। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এমআই