Advertisement
Us Bangla Airlines
আর্জেন্টিনার সঙ্গে ফুটবল খেলতে চায় বাংলাদেশ!

আর্জেন্টিনার সঙ্গে ফুটবল খেলতে চায় বাংলাদেশ!

খেলা ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ১২:৫৮

ফুটবল বিশ্বের বড় নাম আর্জেন্টিনা। মেসির দেশের ভক্ত বাংলাদেশে অভাব নেই। গত ফুটবল বিশ্বকাপে সেই বার্তা আর্জেন্টিনা দল পর্যন্ত পৌঁছেছে। এমনকি দর্শকদের ভালোবাসায় বাংলাদেশে ৪৫ বছর পর দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা। এবার সেই আর্জেন্টিনা নারী ফুটবল দলের সঙ্গে খেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ দল। এশিয়ার সেরা মঞ্চে চলতি বছরেই প্রথমবারের মতো খেলার সুযোগ পেল আফিদা-ঋতুপর্ণারা। গ্রুপ পর্বে চীন, উত্তর কোরিয়ার মতো বড় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে চূড়ান্ত মঞ্চে খেলার আগে প্রস্তুতি সারতে র‌্যাঙ্কিংয়ের বড় দলের সঙ্গে খেলতে চান কোচ পিটার বাটলার।

৫৯ ধাপ এগিয়ে থাকা দেশকে আটকে দিল বাংলাদেশ

দলের প্রস্তুতি সমুন্নত করতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২০-২৫টি দেশকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মধ্যে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও কোস্টারিকার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বাংলাদেশ মেয়েদের সঙ্গে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বলে দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম।

তিনি বলেন, ‘অক্টোবর-নভেম্বরে দুটি উইন্ডো আছে। আমরা আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে মেইল করেছি। এছাড়াও ২০-২৫টি দেশকে বাংলাদেশের মেয়েদের সঙ্গে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছি। তাদের বলেছি, বাংলাদেশে আসতে পারবে কিনা, না আসতে পারলে জানাতে। প্রয়োজনে আমরা তাদের দেশে গিয়ে খেলব।’

ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

বাফুফে সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর-নভেম্বরের উইন্ডোতে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা করছে ফেডারেশন। তবে টানা দুবার সাফের শিরোপা জেতায় আপাতত দক্ষিণ এশিয়ার দেশের চিন্তা করছে না বাফুফে। তাতে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর খেলার চিন্তা করছে তাবিথ আউয়ালের বোর্ড।

এশিয়ার মধ্যে থাইল্যান্ড, হংকং, কোরিয়া, জাপান ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ইউরোপে সার্বিয়া ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। বড় মঞ্চের জন্য এখন থেকেই স্বপ্না রানী-মনিকা চাকমাদের তৈরি করতে চাচ্ছেন ব্রিটিশ কোচ। দেখার পালা, শেষ পর্যন্ত কোন দেশের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পারে বাফুফে।

এমআই