
টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন সাব্বির
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১২:১৪
বাজে ফর্ম আর শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দলে নেই সাব্বির রহমান। মারকুটে এই ব্যাটারকে নিয়ে তবুও ভক্তদের আগ্রহের কমতি নেই। আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সাব্বিরকে দলে চেয়ে সামাজিকমাধ্যমে দাবি তুলেছেন তার ভক্তরা। তবে আশার খবর হলো, টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন সাব্বির রহমান।
আগামী ১৫ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বিশ ওভারের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরছেন সাব্বির রহমান। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রাজশাহী বিভাগের হয়ে খেলতে পারেন সাব্বির। চার দিনের এনসিএল নিজের বিভাগের হয়েই খেলে থাকেন এই আগ্রাসী ব্যাটার। তবে গত বছরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটের এনসিএল অনুষ্ঠিত হয়েছিল। সিলেটের মাটিতে সেবার খেলেননি সাব্বির রহমান।
ঘরোয়া টুর্নামেন্ট না খেলে সেবার শ্রীলঙ্কায় টি-টেন টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন রাজশাহীর সন্তান। বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাব্বির রহমান। এছাড়া নিজ বিভাগ রংপুরের হয়ে খেলবেন নাসির হোসেন।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, তিন ভেন্যুতে হবে এবারের এনসিএল। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট- এই তিনটা জায়গায় করার কথা ভাবছি।’
এমআই