Advertisement
Us Bangla Airlines
ডিপিএল থেকে বাদ সাব্বিরের দল, ফিরছে যারা

ডিপিএল থেকে বাদ সাব্বিরের দল, ফিরছে যারা

খেলা ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫, ২০:৪০

রেলিগেশন লিগের অলিখিত ফাইনাল। হারলেই বাদ পড়বে পরাজিত দল। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিল ব্রাদার্স ইউনিয়ন। বাঁচা-মরার ম্যাচে ১১৩ রানের দাপুটে জয়ে ডিপিএলে টিকে থাকলো গোপীবাগের দলটি।

অঘোষিত ফাইনালে এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৪ রান করে ব্রাদার্স। দলের হয়ে শুরুটা বেশ ভালো করেছিলেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবং মাইশুকুর রহমান। তবে ব্যক্তিগত ৫০ রান করে মাইশুকুর বিদায় নিলেও বড় রানের দিকে এগোতে থাকেন রবিন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাব্বির

শেষ পর্যন্ত সেঞ্চুরি বঞ্চিত হন রবিন, ব্যক্তিগত ৯৮ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই ওপেনার। এরপর দলের হাল ধরেন মিজানুর রহমান (৪২) এবং আইচ মোল্লা (৪৮)।

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পারটেক্স। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ওপেনার আদিল কিছুটা লড়াই করে গেছেন। শেষ দিকে আহরার আমিন পিয়ান করেন ৩৩ রান। এরপর আদিল ফিরে যান ৮৫ রান করে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাব্বিরের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান।

জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন সাব্বির

ব্রাদার্সের হয়ে ৩টি করে উইকেট সংগ্রহ করেন অলক কপালি এবং রাকিবুল আতিক।

ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে হেরে যাওয়ায় ডিপিএলের আগামী মৌসুমে খেলতে পারবে না পারটেক্স স্পোর্টিং ক্লাব। একইসাথে শাইনপুকুর ক্রিকেট ক্লাবও বাদ পড়ছে পরবর্তী ডিপিএলে। তাদের জায়গায় প্রথম বিভাগ থেকে এবার প্রিমিয়ারে উঠেছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব।

এমআই