Advertisement
Us Bangla Airlines
অনূর্ধ্ব-১৫ দলের কাছে হারায় জ্যোতিদের ট্রল, ক্ষোভ রুমানার

অনূর্ধ্ব-১৫ দলের কাছে হারায় জ্যোতিদের ট্রল, ক্ষোভ রুমানার

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১৩:৫৯

খেলায় জয়-পরাজয় আবশ্যক। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে গতকাল পরাজয়ই হজম করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ছোটদের কাছে পরাজয় বরণ করায় সামাজিক মাধ্যমে নারী ক্রিকেট দলকে নিয়ে কটাক্ষ করছে নেটিজেনরা। তবে ট্রলের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন নারী দলের আরেক সদস্য রুমানা আহমেদ।

আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল।’

উদ্বোধনী জুটিতে ৫০, তবুও ৯৪ রানে অলআউট জ্যোতিরা!

‘আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল! তাদের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনও নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার ও প্রস্তুতির অবস্থা– এসব নিয়ে একদিনও ভেবেছে?’ 

রুমান বলেন, ‘নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনও কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েকদিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে-বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে।’

৯৪ রানেই অলআউট জ্যোতিরা, অনূর্ধ্ব-১৫ দলের বিশাল জয়

‘একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক? সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনও উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন’- যোগ করেন তিনি।

উল্লেখ্য, আগামী মাসে ভারতের মাঠে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে লম্বা সময় ধরে আন্তর্জাতিক কোনো সূচি না থাকায় মেয়েদের দুটি দল এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নিয়ে একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। গতকাল অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ নারী লাল দল, যার নেতৃত্বে ছিলেন নিগার সুলতানা জ্যোতি।

এমআই