
স্বর্ণার দুর্দান্ত ফিফটিতে শেষ ম্যাচে প্রতিশোধ নিল নাহিদারা
খেলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৮:১৭
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাল দলের মুখোমুখি হয়েছিল বিসিবি সবুজ দল। জ্যোতিদের বিপক্ষে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩২ রানে হেরেছিল নাহিদা আক্তারের দল। এরপর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে আরও দুই ম্যাচে লড়াই করেও জয় পায়নি সবুজ দল। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচে জ্যোতিদের ২ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিল নাহিদার দল।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও মেয়েদের দুই দলে ভাগ করে উইমেন চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছিল বিসিবি। টুর্নামেন্টের শেষ ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি লাল দলের মুখোমুখি হয়েছে বিসিবি সবুজ দল। তাতে শুরুতে ব্যাট করে ১৫৫ রানের মাঝারি সংগ্রহ তুলে জ্যোতির লাল দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ী লাল দলের হয়ে একাই লড়াই করেন শারমিন সুলতানা। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই ওপেনার সর্বোচ্চ ৭৩ রান করেছেন। এছাড়া লাল দলের হয়ে দুই অঙ্ক স্পর্শ করেছেন মাত্র দুজন, ইশমা তানজিম (১৭) ও মারুফা আক্তার (১২)। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেছেন মাত্র ৯ রান।
ব্যাটারদের ব্যর্থতায় ১৩ বল বাকি থাকতেই ১৫৫ রানে থামে লাল দলের ইনিংস। সবুজ দলের স্বর্ণা আক্তার ২৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ২টি উইকেট নেন ফারিহা তৃষ্ণা।
জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় সবুজ দল। ৫১ রানের মাথায় তিন উইকেট হারালে পরাজয়ের শঙ্কা আবারও উঁকি দেওয়া শুরু করে। তবে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে চারে নামা স্বর্ণা আক্তার এদিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
ব্যাট হাতে ৫৬ বলে ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলেন এই লেগস্পিন অলরাউন্ডার। তাতেই জয়ের ভিত গড়ে সবুজ দল। এরপর আফিয়া আসিমা ইরার অপরাজিত ২৩ রান সবুজ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তাতে প্রথম ম্যাচে লাল দলের বিপক্ষে হারের প্রতিশোধ তোলার পাশাপাশি টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় নাহিদার সবুজ দল।
লাল দলের হয়ে জান্নাতুল ফেরদৌস সুমনা ও ফাহিমা খাতুন ৩টি করে উইকেট শিকার করেন।
এমআই