Advertisement
Us Bangla Airlines
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি জানাল বিসিবি

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি জানাল বিসিবি

খেলা ডেস্ক

২৮ আগস্ট ২০২৫, ১৬:৪৬

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশীয় ক্রিকেটার নিয়ে আয়োজিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। এনসিএলের এই সংস্করণে অংশ নেবে আগের মতোই মোট আটটি দল। 

গুঞ্জন ছিল, ঢাকা মেট্রোর পরিবর্তে এবার ময়মনসিংহ বিভাগকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই পরিবর্তন হয়নি। এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরেও খেলবে ঢাকা মেট্রো। তবে চারদিনের টুর্নামেন্টে ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ বিভাগকে দেখা যাবে।

খুলনার অধিনায়কত্ব করবেন জাতীয় দলে ৬১ ম্যাচ খেলা ক্রিকেটার

টুর্নামেন্টের ম্যাচগুলো হবে তিনটি ভেন্যুতে—সিলেট, রাজশাহী ও বগুড়া। রাজশাহী ও বগুড়ায় শুরুতে ছয়টি করে ম্যাচ হবে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি হবে সিলেটের মূল মাঠে।

গত বছর এনসিএল টি-টোয়েন্টি আইসিসির কাছ থেকে প্রথম শ্রেণির ক্রিকেটের স্বীকৃতি পায়, যা দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোর জন্য একটি বড় অর্জন। বিপিএলের আগে এই টুর্নামেন্ট হয়ে উঠেছে দেশি ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ। তরুণদের পাশাপাশি অভিজ্ঞরাও নির্বাচকদের দৃষ্টিতে আসার জন্য এই আসরে নজর কাড়তে চান।

গেল বছর প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। প্রথম আসরেই শিরোপা জিতেছিল রংপুর বিভাগ, রানার্সআপ হয়েছিল ঢাকা মেট্রো। 

এমআই