
খুলনার অধিনায়কত্ব করবেন জাতীয় দলে ৬১ ম্যাচ খেলা ক্রিকেটার
খেলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১৩:১৫
দেশের ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে গত বছর শুরু হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খুলনা বিভাগের হয়ে অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। চলতি আসরে সোহান এশিয়া কাপে ব্যস্ত থাকবেন। ফলে খুলনা দলের নেতৃত্বে নতুন মুখ দেখা অনুমিতই ছিল।
বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনসিএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খুলনা দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিথুন। জাতীয় দলের জার্সিতে তিন সংস্করণে ৬১ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও বিপিএলে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন এই ক্রিকেটার। ফলে তার ওপর আস্থা রাখতে চাচ্ছে খুলনা বিভাগ।
মিথুন ছাড়াও দলটিতে খেলার কথা রয়েছে এনামুল হক বিজয়, সৌম্য সরকারের। এ ছাড়া জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ হালিম ও শেখ পারভেজ জীবনরাও খেলবেন দলটিতে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না পেসার আল-আমিন হোসেন। এ ছাড়া ইমরুল কায়েসও থাকছেন না।
পাশাপাশি দুই পেসার আশিকুর রহমান ও অভিষেক দাস ফিট থাকলেই খেলবেন খুলনা দলে। তবে মেহেদী হাসান মিরাজ খেলবেন কি না সেই বিষয়ে এখনো সংশয় রয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পর চারদিনের এনসিএল মাঠে গড়াবে। নতুন করে এবার যুক্ত হচ্ছে আরও দুই ভেন্যু। সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল।এনসিএলের আগে ফিটনেস টেস্ট শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর।
এমআই