
এনসিএল দিয়েই ফিরছেন ৪১ উইকেট শিকার করা বর্ষণ
খেলা ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১২:৪৪
২০২৩ সালে যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ। যুব দলে ২৫ ম্যাচে ৩৫ উইকেট শিকার করেছেন এই পেসার। বিপিএলেও খেলেছিলেন দুইটি ম্যাচ। এরপর টানা ইনজুরিতে দীর্ঘ ১৫ মাস ক্রিকেটের বাইরে ছিলেন বর্ষণ। লম্বা সময় পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বর্ষণ বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন ভালো (আছি) আমি। ফুল রিদমে বোলিং করতে পারতেছি, এই মুহূর্তে কোনো অসুবিধা হচ্ছে না। বাকিটা ফিজিও ট্রেনার ও ডক্টরদের ওপর। তারা যদি আমাকে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে আমি এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরতে চাই।’
বিপিএলে খেলা নিয়ে এই পেসার বলেন, ‘বিপিএলে খেলতে আমি পরিকল্পনা করছি। যদি এনসিএলে কয়েকটি ম্যাচও খেলতে পারি, তবে সেটা বিপিএলের (খেলার) জন্য ভালো হবে।’
গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন বর্ষণ। পরবর্তী ১৫ মাস ধরেই লড়ছেন ইনজুরির সঙ্গে। বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এই তরুণ। এরপরই মাঠের ক্রিকেটে ফেরার লক্ষ্য বর্ষণের। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
এনসিএলে নিজ বিভাগ রংপুরের হয়েই খেলার লক্ষ্য বর্ষণের, ‘এনসিএল খেললে রংপুর বিভাগের হয়ে খেলব। দেখতে দেখতে প্রায় ১৫-১৬ মাস আমি মাঠের বাইরে। গত বছর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় খেলতে যেতে পারেনি। এবারও পারলাম না, যেতে পারতেছি না যে এটা অবশ্যই কষ্টদায়ক।’
লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৬টি ও টি-টোয়েন্টি ফরম্যাটে ২টি ম্যাচ খেলেছেন বর্ষণ। যেখানে তার শিকার ৬ উইকেট। যুব ওয়ানডেতে ২৫ গড়ে ৩৫ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। পেশাদার ক্রিকেটে সবমিলিয়ে ৪১ উইকেট শিকার বর্ষণ এবার আগামীর দিন রাঙানোর অপেক্ষায়।
এমআই