
১৬০ রানের বড় জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ২০:৫২
ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। তাতে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ, যেখানে যুব টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
জিম্বাবুয়ের ব্যর্থতায় এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী দল অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। সিরিজে ছয় ম্যাচ খেলে সবগুলোই হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশ ছয় ম্যাচের ৫টাই জিতেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের চার জয়ের বিপরীতে রয়েছে দুই হার। টাইগারদের বিপক্ষেই দুইবার হেরেছে প্রোটিয়ারা।
ফাইনালের অবস্থান নিশ্চিত হওয়ায় এদিন নিয়মরক্ষার ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে একাদশেও আসে একাধিক পরিবর্তন। হারারাতে আজ শুক্রবার টসে হেরে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান তুলে যুবা টাইগাররা। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ১২৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ১৬০ রানের জয় পায় বাংলাদেশ।
এদিকে শুরুতে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থতার খোলসে বন্দী ছিলেন ওপেনার জাওয়াদ আবরার। জিম্বাবুয়ের বিপক্ষে ১২ বলে মাত্র ৫ রান করে ক্যাচ আউট হয়েছেন তিনি। জাওয়াদ দ্রুত বিদায় নিলেও রিফাতের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। রিফাতকে সঙ্গ দেন আজিজুল হাকিম তামিম। দুজন মিলে ১১২ রানের জুটি গড়েন।
Bangladesh U19 won by 160 runs against Zimbabwe U19 in the ninth match of the youth ODI
৭৮ বলে ৭৭ রান করে ওপেনার রিফাত বেগ ও ৬৫ বলে ৩৪ রান করে আউট হয়েছেন তামিম। চতুর্থ উইকেটে মোহাম্মদ আবদুল্লাহর সাথে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন দ্রুত রান তুলতে থাকা রিজান হোসেন। ২৯ বলে ৩০ রান করেন এই ব্যাটার। দুইটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।
এরপর আবদুল্লাহ ৪৫ বলে ৩৭, ফারজান আহমেদ ১৫ বলে ৬ করে বিদায় নিয়ে বাংলাদেশের ২৩৩ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে ক্যামিও খেলেন দলে সুযোগ পাওয়া দেবাশিষ দেবা। মাত্র ১৩ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে নির্ধারিত ৫০ ওভারে শেষে ২৮৪ রানে থামে বাংলাদেশ।
টাইগারদের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৬ রানের মাথায় তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। নিজেদের ব্যাটিং ধসে বাংলাদেশের লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেননি স্বাগতিকেরা। মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় জুনিয়র রোডেশিয়ানদের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মিডল অর্ডার ব্যাটার বেনি জুজে।
বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক তামিম ও অলরাউন্ডার রিজান হোসেন। এছাড়া শাহরিয়ার ২টি, সানজিদ-রাফি একটি করে উইকেট শিকার করেছেন। আগামী রোববার (১০ আগস্ট) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এমআই