Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন লিটন দাস

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন লিটন দাস

খেলা ডেস্ক

২৮ আগস্ট ২০২৫, ২১:৩০

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টের আগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে অনুশীলনে বিশেষ নজর দেওয়া হচ্ছে পাওয়ার হিটিংয়ে, যেখানে কাজ করছেন দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে আজ লিটন দাস বলেন, ‘এখানকার কন্ডিশনের মতো ওখানেও (এশিয়া কাপে) এমন কন্ডিশনের সম্ভাবনা আছে। কয়েকদিন ধরেই আমরা প্র্যাকটিস করেছি। একটি ম্যাচও খেলেছি। চেষ্টা করব কন্ডিশনটা কাজে লাগিয়ে যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি।’

নেদারল্যান্ডস সিরিজে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে কি না—এমন প্রশ্নে লিটন বলেন, ‘যেকোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডসও ভালো দল। তারা হয়তো এই কন্ডিশনে খুব একটা খেলে না, কিন্তু ভালো উইকেটে খেলার অভ্যস্ত। তাই দুই দলই চ্যালেঞ্জের মুখে থাকবে।’

‘যদি এশিয়া কাপের আগে কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ থাকে, আমরা দেখব। তবে এটাও মাথায় রাখতে হবে—এটা আন্তর্জাতিক ক্রিকেট। আপনাকে জেতার জন্যই মাঠে নামতে হবে’- যোগ করেন লিটন দাস।

দলে যোগ দেওয়া পাওয়ার হিটিং কোচ নিয়ে লিটনের ব্যাখ্যা, ‘এক-দুই দিন বা এক-দুই সেশনে খুব একটা উন্নতি করা সম্ভব না। আমরা যারা এখানে ক্রিকেট খেলি, কারও সাত-আট বছর, কারও ১০ বছর হয়ে গেছে। সবার একটা নিজস্ব খেলার ধরন আছে। এখন আমরা চেষ্টা করছি সেই প্যাটার্নের মধ্যে ভিন্ন কিছু আনার।’

এমআই