Advertisement
Us Bangla Airlines
২০১৯ দিন পর চমক উপহার দিয়ে শীর্ষে সাদারল্যান্ড!

২০১৯ দিন পর চমক উপহার দিয়ে শীর্ষে সাদারল্যান্ড!

খেলা ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ১৬:২৭

টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকটা হয়েছিল ২০২০ সালে। সাড়ে পাঁচ বছরের ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের। তবে গত দেড় বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই বোলার। তাতেই আইসিসি থেকে বড় সুখবর পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) নারী ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক নম্বরে উঠে গেছেন সাদারল্যান্ড। ২০১৯ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথম বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা পেয়েছেন এই অজি অলরাউন্ডার।

গেল সপ্তাহে টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আশানুরূপ পারফর্ম করতে না পারায় ৪ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। বর্তমানে তার পয়েন্ট ৭৩২। অন্যদিকে গত মার্চে সবশেষ টি-টোয়েন্টি খেলা সাদারল্যান্ড ৭৩৬ রেটিং শীর্ষ স্থানে আসন পেতেছেন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার ওরলা প্রেন্ডারগাস্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটে-বলে দারুণ অবদান রেখে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। এছাড়া অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রেন্ডারগাস্ট।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দলের খেলা নেই দীর্ঘদিন। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে ওয়ানডে ম্যাচ খেলেছিল নিগার সুলতানারা। তবুও অন্যান্য দেশের ক্রিকেটারদের অবনতিতে টাইগ্রেস বোলারদের উন্নতি হয়েছে। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন স্পিনার নাহিদা আক্তার (৩০) ও ফাহিমা খাতুন (৩৩)।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া। ৬৮৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে এই স্পিনার।

এমআই