
স্কুল ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতির নতুন ঘোষণা
খেলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৭:২৩
বাংলাদেশ ক্রিকেটের বড় নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। টাইগারদের এই দুই তারকা ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। জাতীয় দলে তাদের শূন্যতা পূরণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটারদের শূন্যতা পূরণে তরুণ প্রতিভার খোঁজে নেমেছে টাইগার ক্রিকেট বোর্ড।
দেশের বিভাগীয় শহরগুলোতে ইতোমধ্যে একাধিক ক্যাম্পেইন চালিয়েছে বিসিবির বর্তমান পর্ষদ। বিসিবির বিশ্বাস— দেশের পরবর্তী সাকিব, তামিম কিংবা মুশফিকেরা এখনো নিজেদের স্কুলের মাঠেই খেলছেন। আজ চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ—এরা সবাই স্কুলে আছে। এটা আমাদের দায়িত্ব কীভাবে এই ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসতে পারি। স্কুল ক্রিকেট অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু এবার নতুনভাবে স্কুল ক্রিকেট শুরু করব। যেখানে শুধু খেলা নয়, দেশজুড়ে ক্রিকেটপ্রেমীও তৈরি করব।’
বুলবুল জানান, বিসিবির এই উদ্যোগ শুধুমাত্র প্রতিভা খোঁজার মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের প্রতিটি জেলায় গড়ে তোলা হবে শক্তিশালী ক্রিকেট অবকাঠামো ও প্রশিক্ষণব্যবস্থা। তিনি বলেন, ‘এখান থেকে শুধু খেলা হবে না, এখান থেকে আমরা সুপার ট্যালেন্টগুলো বের করব।’
বিসিবি সভাপতি বলেন, ‘বিভিন্ন উপজেলা থেকে শক্তিশালী ক্রিকেটাররা জেলায় এসে খেলতে পারে। সেই জেলা যেন শুধু একটি ক্রিকেট দল নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্রিকেট পরিবার গড়ে তুলতে পারে—এমন সুযোগ সুবিধা তৈরি করার আমরা চেষ্টা করছি। যেখানে থাকবে ফিজিও, ট্রেনারসহ সব ধরনের সাপোর্ট স্টাফ।’
এমআই