Advertisement
Us Bangla Airlines
এনসিএল শুরুর আগে ক্রিকেটারদের ক্লাস নেবে বিসিবি

এনসিএল শুরুর আগে ক্রিকেটারদের ক্লাস নেবে বিসিবি

খেলা ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতির অভিযোগ নিয়ে সম্প্রতি বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে একাধিক অনিয়মের তথ্য, যার ভিত্তিতে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন ইতোমধ্যে বিসিবি সভাপতির হাতে পৌঁছেছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি।

এ লক্ষ্যে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের জন্য অ্যান্টি-করাপশনবিষয়ক কর্মশালা বা ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্রিকেটকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সনদের এক নম্বর ব্যাপারই হলো– আমরা কীভাবে ক্রিকেটকে রক্ষা করতে পারি সবাই মিলে।’

প্রথম ধাপে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণকারী সব ক্রিকেটারকে এই কর্মশালায় অংশ নিতে হবে। কর্মশালায় বিসিবির অ্যান্টি-করাপশন কোড অব কন্ডাক্ট বাংলায় অনুবাদ করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। অংশগ্রহণকারীদের তা বুঝে একটি ফর্মে স্বাক্ষর করতে হবে। এরপরই তারা খেলতে পারবেন।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘অক্টোবর থেকে শুরু হওয়া তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, বিসিবির ফান্ডে আয়োজিত সব টুর্নামেন্টেই অ্যান্টি-করাপশন আইন ও আচরণবিধি শেখানো হোক। খেলোয়াড়রা তা পড়বে, বুঝবে এবং স্বাক্ষর করবে। এরপরই তাদের খেলতে দেওয়া হবে।’

শুধু খেলোয়াড় নয়, এই কার্যক্রমে কোচ, আম্পায়াররাও থাকবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে যারা বিসিবির প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে, তাদের জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে গণমাধ্যমের মাধ্যমে।

বুলবুল বলেন, ‘খেলাটাকে রক্ষা করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা খেলোয়াড়, কোচ, আম্পায়ার—এদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি। স্কোপের বাইরে থাকা মানুষদের জন্য আমরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে ক্যাম্পেইন করব গণমাধ্যমের সহায়তায়।’

এমআই