
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে বাংলাদেশ!
খেলা ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০
টি-টোয়েন্টি ফরম্যাটে টানা তিনটি সিরিজ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে। লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে হ্যাটট্রিক সিরিজ জয়ে উজ্জীবিত টাইগাররা এবার চায় বড় কিছু করতে। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, এতদূর আশা করা বাস্তবসম্মত নয়।
তার ভাষায়, ‘বি’ গ্রুপটি অনেক কঠিন এবং এখানে বাংলাদেশের যাত্রা গ্রুপ পর্বেই থেমে যেতে পারে। আকাশ চোপড়া এই গ্রুপকে সরাসরি ‘মৃত্যুকূপ’ আখ্যা দিয়েছেন। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং—এই তিন দলের সঙ্গে লড়াই করে টিকে থাকা সহজ হবে না বলেই মনে করেন তিনি।
২০২২ সালের এশিয়া কাপে এই শ্রীলঙ্কাই বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল। আর আফগানিস্তান ইতোমধ্যেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। রশিদ খান, নুর আহমেদদের স্পিনে প্রতিপক্ষরা পড়ছে চাপে।
বিশ্ব মঞ্চে সাম্প্রতিক পারফরম্যান্সেও ভরসা খুঁজে পাচ্ছেন না আকাশ। ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপে চমক দেখালেও গত তিন বছরে কোনো বড় টুর্নামেন্টে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি বাংলাদেশ। আকাশের মতে, ‘তাদের হারানোর কিছু নেই, কিন্তু তারা এখন আর প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে হয় না।’
আকাশ চোপড়ার মতে, দলের অধিকাংশ ব্যাটারের স্ট্রাইকরেট ১৪০-এর নিচে, ২১০-২২০ রানের ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। বাংলাদেশ সাধারণত ১৬০-১৮০ রানের মধ্যে থেমে যায় এবং যদি প্রতিপক্ষ আক্রমণাত্মক ব্যাটিং করে, তাহলে বাংলাদেশের প্রতিরোধ করার মতো শক্তি থাকে না।
তবে সবকিছুতেই নেতিবাচক নয় আকাশের মূল্যায়ন। তিনি তাসকিন আহমেদের বোলিং প্রশংসা করেছেন এবং মিরপুরের স্পিনবান্ধব উইকেটে প্রতিপক্ষকে ঘায়েল করার দক্ষতা স্বীকার করেছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে হলে শুধু স্পিন নয়, শক্তিশালী পেস আক্রমণেরও প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
এমআই